সাতকাহন২৪.কম ডেস্ক
শিশুর বিছানা ভেজানো একটি সাধারণ সমস্যা। শিশুর রাতে বিছানা ভেজানোর বৈজ্ঞানিক নাম নকটারনাল ইনিউরেসিস। পাঁচ বছর বয়স পর্যন্ত একটি বাচ্চা স্বাভাবিকভাবে এ সমস্যায় ভুগতে পারে।
অনেক মা-বাবাই শিশুর দুই-তিন বছর বয়সে এ সমস্যা নিয়ে চিন্তিত হয়ে পড়েন। তবে পাঁচ বছরের আগে এ নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। পাঁচ বছরের বেশি বয়সের শিশুদের ক্ষেত্রে বিষয়টিকে সমস্যা হিসেবে ধরা হয়। কিছু বিষয়ের জন্য বেশি বয়সের শিশুরা এমন করে।
কারণ
১. শৈশবে কোষ্ঠকাঠিন্যে ভোগা
২. অতিরিক্ত পানি, জুস, মিষ্টি জাতীয় তরল পান
৩. শৈশবে মানসিক বিপর্যয়ে ভোগা
৪. কিছু বিশেষ রোগের কারণে হতে পারে। যেমন : নকটারনাল পলি ইউরিয়া (রাতের বেলা প্রস্রাব বেশি তৈরি হওয়া)।
৫. প্রস্রাবের সংক্রমণে বেশি ভোগা
যেভাবে প্রতিরোধ করবেন
১. পায়খানা নরম রাখতে হবে। এ জন্য আঁশযুক্ত খাবার খেতে হবে। যেমন : শাক-সবজি, ফল, ইসুবগুলের ভূসি ইত্যাদি খাওয়া।
২. অতিরিক্ত তরল, জুস, মিষ্টি স্বাদের তরল না পান করা।
৩. শিশু ঘরে বা বাইরে মানসিক কোনো চাপে রয়েছে কি না খেয়াল রাখা এবং শিশুটিকে বিছানা ভেজানো নিয়ে কোনো লজ্জা না দেওয়া।
৪. শিশুর প্রস্রাবে সংক্রমণ রয়েছে কি না খেয়াল করা। যেমন : প্রস্রাবে জ্বালাপোড়া, দুর্গন্ধযুক্ত ঘোলাটে প্রস্রাব হচ্ছে কি না দেখা। ঘন ঘন সংক্রমণ হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া।
৫. এরপরও এসব সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
এই সমস্যার উপযুক্ত, সহজ চিকিৎসা রয়েছে। বিষয়টি নিয়ে আতঙ্কগ্রস্থ না হয়ে শিশুকে সহযোগিতা করুন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।
সূত্র : ওয়েবএমডি