ডা. সানজিদা হোসেন পাপিয়া
শিশুদের দাঁত দুধ দাঁত। অনেকে ভাবেন এসব দুধের দাঁত তো এমনিতেই পড়ে যাবে। এগুলোর আবার যত্ন কীসের? বেশিরভাগ ক্ষেত্রে মানুষ এই ভাবনাগুলোই ভাবে। আর মা-বাবারা এ কারণে শিশুর দাঁতের যত্নের প্রতি যথেষ্ট অবহেলা করে।
হ্যাঁ, এটা সত্য যে এসব দাঁত একসময় পড়ে যায়। কিন্তু এরপরও শিশুর দাঁতের যত্ন ততখানি গুরুত্বপূর্ণ যতটা বড়দের। কখনো কখনো বড়দের চেয়ে বেশি। কারণ. একটি শিশুর দাঁত ঠিকমতো না পড়ে, তার আগেই যদি সমস্যার কারণে একে ফেলে দিতে হয়, তাহলে ভবিষ্যতে শিশুটির দাঁত আঁকাবাঁকা হওয়ার ঝুকি রয়েছে।
এসব জটিলতা এড়াতে অভিভাবকদের উচিত শিশুদের দাঁতের যত্নের বিষয়ে সতর্ক হওয়া। বড়দের যেমন বলা হয়, প্রতি ছয় মাস পর পর দাঁতের চেকআপ করাতে, ঠিক একই ভাবে শিশুর ক্ষেত্রে এই সচেতনতার প্রয়োজন রয়েছে। তাই বড়দের পাশাপাশি শিশুর দাঁতের যত্নের প্রতি সচেতন হোন। ছয় মাস থেকে এক বছর পর পর অবশ্যই তাদের দাঁত চেকআপ করাবেন।
লেখক : কনসালটেন্ট ডেন্টাল সার্জন
চেম্বার : অনামিকা ডেন্টাল , ২/১ মধ্য বাসাবো, টেম্পুস্ট্যান্ড, ঢাকা ১২১৪
ফোন : ০১৯৩৩১৩৩৪৮৬