ডা. মো. আসাফুজ্জোহা রাজ
প্রচলিত ধারণায় অনেকে মনে করেন, শিশুর দুধ-দাঁতের স্থায়িত্ব কম। তাই যত্নের প্রয়োজন নেই। গবেষণা বলছে, শিশুর দুধ-দাঁতগুলো পড়ে যাওয়ার নির্দিষ্ট সময় পর্যন্ত সুস্থ রাখতে হবে। এর কারণ :
সঠিক পুষ্টি পেতে
সুস্থ দাঁত খাদ্যকে উপযুক্ত চর্বণের মাধ্যমে হজমোপযোগী করে। খাবারের ইচ্ছা ও রুচিকে স্বাভাবিক রাখে।
স্থায়ী দাঁতের ওপর বাজে প্রভাব
দুধ-দাঁতের সংক্রমণ স্থায়ী দাঁতকে ক্ষতি করতে পারে। স্থায়ী দাঁত এলোমেলো বা উঁচু-নিচু হওয়ার অন্যতম প্রধান কারণ দুধ-দাঁত আগে বা পরে পড়া।
স্পস্ট উচ্চারণ ও মুখমণ্ডলের আকৃতি
স্বাভাবিক কথা বলা, কবিতা আবৃত্তি বা গান গাওয়া, চোয়ালের গঠন ও মুখের আকৃতি ঠিক রাখতে দুধ-দাঁতের সুস্থতা জরুরি। স্থায়ী দাঁতকে সঠিক স্থানে আসার দিকনির্দেশনাও দেয় দুধ-দাঁত।
মানসিক বিকাশ
শিশুর মানসিক বিকাশ, স্মৃতিশক্তি, আত্মবিশ্বাস, প্রাণচঞ্চলতা, লেখাপড়ায় মনোনিবেশসহ মানসিক বিকাশে অস্থায়ী দুধ-দাঁত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সার্বিক স্বাস্থ্য ব্যবস্থা
দীর্ঘ মেয়াদে দাঁতের সংক্রমণ রক্ত বাহিকায় মিশে অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গকে আক্রান্ত করতে পারে, যেমন হার্ট, মস্তিষ্ক, হাড়। অন্যদিকে চোয়ালের হাড়ে সংক্রমণ ছড়িয়ে বড় ধরনের জটিলতাও তৈরি করতে পারে।
লেখক : প্রতিষ্ঠাতা, রাজ ডেন্টাল সেন্টার
কলাবাগান, ঢাকা।