সাতকাহন২৪.কম ডেস্ক
ঈদ উৎসবে শিশুর আনন্দটাই থাকে বেশি। তাই শিশুর পোশাকে একটু বাড়তি যত্ন থাকবেই। আসছে ঈদকে সামনে রেখে কে ক্র্যাফট-এর উৎসব ভিত্তিক পোশাকের আয়োজন আবহাওয়া উপযোগী করেই করা হয়েছে।
শিশুদের পোশাকে প্যাটার্ন, ফ্যাব্রিক ও রঙের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্যাটার্নে ভিন্নতা ও রঙে উৎসবের আমেজ বহন করবে। মেয়ে শিশুদের জন্য সালওয়ার কামিজ, ফ্রক, কুর্তি, টপস, লেহেঙ্গা সেট ছাড়াও ছেলে শিশুদের জন্য পাঞ্জাবী, শার্ট, কটি, পোলো শার্ট, টি শার্ট, শেরওয়ানি সহ নানা পোশাকের আয়োজন থাকছে।
মেয়েদের মায়ের সঙ্গে মিলিয়ে পরার জন্য সালোয়ার কামিজ, কুর্তি থাকছে। বাবা ও ছেলের জন্য পাঞ্জাবি, শেরওয়ানি, কটি, শার্ট থাকছে বরাবরের মতো।
ফ্লোরাল, ট্র্যাডিশনাল, জামদানি, আলাম, কাঁথা স্টিচ, এথনিক, তাগা, আর্ট ওয়ার্ক, টার্কিশ আর্ট, ডট ম্যান্ডালা, ফরেস্ট প্রিন্ট, মিক্সড মোটিফে তৈরি হয়েছে শিশুদের পোশাক।
উৎসবের দিনগুলোতে পরিবেশ ও আবহাওয়ার সঙ্গে স্বস্তিদায়ক হবে এমন ফেব্রিক হিসেবে নেওয়া হয়েছে কটন, ডিজাইন্ড কটন, হ্যান্ডলুম কটন, লিনেন, জর্জেট, সিল্ক, ডুপিওন সিল্ক, হাফ সিল্ক ইত্যাদি। পোশাকগুলোতে নকশা ফুটিয়ে তুলতে হাতের কাজ, এমব্রয়ডারি, স্ক্রিন ও ব্লক প্রিন্ট মিডিয়ার ব্যবহার হয়েছে।
রঙ হিসেবে বেছে নেওয়া হয়েছে অ্যাকুয়া গ্রিন, ভায়োলেট, ল্যাভেন্ডার, ব্রাউন, মেরুন, গোল্ডেন, অর্কিড, রেড, ক্রিমসন রেড, পেস্ট, নেভি,অরেঞ্জ, পিচ, লাইট পিঙ্ক, অলিভ, গ্রিন, অফ-হওয়াইট, ইন্ডিগো, ম্যাজেন্টা, টারকুইস,ইয়েলো সহ বিভিন্ন রঙ।
আরামদায়ক ও মানানসই সব ঈদ আয়োজন পাওয়া যাচ্ছে এখন কে ক্র্যাফটের সকল বিক্রয়কেন্দ্রে। কে ক্র্যাফটের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, কুমিল্লার সকল শো-রুম ছাড়াও অনলাইন শপ kaykraft.com থেকে শিশুদের ঈদ আয়োজন এর পোশাক কিনতে পারেন সাশ্রয়ী মূল্যে। এ ছাড়াও ফেসবুক পেজ থেকেও অর্ডার করা যাবে।