Friday, April 18, 2025
spot_img
Homeমন জানালালাভ বোম্বিং কী ?

লাভ বোম্বিং কী ?

সাতকাহন২৪.কম ডেস্ক

লাভ বোম্বিং এক ধরনের মনস্তাত্ত্বিক ও আবেগীয় নিয়ন্ত্রণ নেওয়ার কৌশল। একে মনোবিজ্ঞানীরা প্রেমের বিস্ফোরণও বলে। এ ক্ষেত্রে ব্যক্তি অপরজনকে ম্যানুপুলেট বা সূক্ষ্মভাবে ব্যবহার করতে অনেক মনোযোগ ও ভালোবাসা দেখায়। শুরুর দিকে এ ধরনের সম্পর্ক খুব রোমান্টিক হয়। তবে পরে বিষয়টি এমন থাকে না।

শিকার হাতে চলে এসেছে, বুঝে গেলে বোম্বিংকারী ব্যক্তি বিভিন্ন অজুহাতে আগের মনোযোগ বা গুরুত্ব দেওয়া কমিয়ে দেয়। যে লাভ বোম্বিংয়ের শিকার হচ্ছে, সে বিষয়টি বুঝে সরে আসতে চাইলে বোম্বিংকারী আবারও কিছুদিনের জন্য আগের মতো আচরণ শুরু করে। এটি মূলত ভালোবাসা বা প্রেম নয়, এটি একধরনের মনস্তাত্ত্বিক খেলা।

এই ধরনের ব্যক্তি কেবল চায় তার আগে-পিছে মানুষ ঘুরতে থাকুক। আর সে তাদের অবদমন করুক। সহানুভূতিশীল ও নরম স্বভাবের মানুষ কেবল তাদের জন্য ‘মানসিক খাদ্য’।

মনোরোগ বিজ্ঞানীদের মতে, সাইকোপ্যাথ, নার্সিসিস্টিক পারসোনালিটি ডিজঅর্ডারে ভোগা ব্যক্তি এবং যাদের লক্ষ্যই থাকে অপরকে ব্যবহার করা, তারা সাধারণত এ ধরনের আচরণ করে।

সূত্র: মনোস্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট ভেরিওয়েলমাইন্ড ও মেন্টাল হিলনেস

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments