Wednesday, December 11, 2024
spot_img
Homeস্বাস্থ্যকাহনচিকিৎসা চাইরোজা রেখেও দাঁতের যেসব চিকিৎসা করা যায়

রোজা রেখেও দাঁতের যেসব চিকিৎসা করা যায়

ডা. সানজিদা হোসেন পাপিয়া

মুসলিম ধর্মাবলম্বীদের জন্য রমজান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এ সময় রোজা পালনের মাধ্যমে মুসলমানরা আল্লাহ্-এর সন্তুষ্টি লাভের চেষ্টা করে। কিছু বিষয় রয়েছে যেগুলো রোজা ভেঙে দিতে পারে। এর মধ্যে মুখ বা দাঁতের রক্তক্ষরণ অন্যতম।

আর এই জন্য অনেকেরই মনে প্রশ্ন জাগে, রোজা রেখে দাঁতের কোন কোন চিকিৎসাগুলো করা যাবে। এর উত্তরই জানাবো আজকের লেখায়।

রোজা রেখে দাঁত তোলার বিষয়টি না করাই ভালো। সে ক্ষেত্রে রক্ত গড়িয়ে পড়ার একটি ব্যাপার থাকে। এটি রোজা ভাঙার বড় কারণ হয়ে দাঁড়ায়। খুব সমস্যা হলে ইফতারের পর রোজা ভেঙে দাঁত তুলতে পারেন। তবে কারো রুট ক্যানেল করার প্রয়োজন পড়লে, রোজা রাখা অবস্থাতেই করা যাবে। এতে তেমন সমস্যা হওয়ার আশঙ্কা নেই।

তবে মাড়ি দিয়ে রক্তক্ষরণ, দাঁত ব্যথা, মাড়িতে পুঁজ ইত্যাদি সমস্যা জটিল আকার ধারণ করলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবস্থাপনা করতে হবে।

লেখক
কনসালটেন্ট ডেন্টাল সার্জন
ডিকেএমসি হসপিটাল লিমিডেট, নারায়ণগঞ্জ
ফোন : ০১৯৭১৬০০১১২, ০১৯৭১৬০০১১৩
চেম্বার : অনামিকা ডেন্টাল , ২/১ মধ্য বাসাবো, টেম্পুস্ট্যান্ড, ঢাকা ১২১৪
ফোন : ০১৯৩৩১৩৩৪৮৬

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments