সাতকাহন২৪.কম ডেস্ক
রূপার গয়না অনেকেরই পছন্দের। তবে মুশকিল হলো কিছু দিন যেতে না যেতেই গয়নার কালচে দাগ পড়ে যায়। তবে কিছু বিষয় মেনে চললে কিন্তু গয়না দীর্ঘদিন সুন্দর থাকে, জেল্লাও ছড়ায়।
# টুথব্রাশে টুথপেস্ট ভরে গয়নার ভেতর লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
# একটি পাত্রে ভিনেগার ও বেকিং সোডা মিশিয়ে গয়না ভিজিয়ে রাখুন। পাঁচ মিনিট পর তুলে ফেলুন।
# একটি কাঁচের পাত্রের গায়ে অ্যালুমনিয়াম ফয়েল লাগিয়ে নিন। পাত্রের মধ্যে গয়নাগুলো দিয়ে দিন। এরপর এতে হালকা গরম পানি দিন। এরপর এর ভেতর দুই চা চামচ বেকিং সোডা ভালোভাবে মেশান। দুই মিনিট পর গয়না তুলে পরিষ্কার কাপড় দিয়ে মুছুন।