আমিতো ডুবে যাচ্ছিরে
ওপরে জ্বলজ্বল জ্বলে যাচ্ছে সূর্যটা
হাওয়ায় উড়ে ফিরছে হাওয়া
মেঘের অধিক ছায়া ফেলছে চিল
সমস্ত জলে একা-
একা একা স্টিমার ফিরছে দূর হতে
আর সকল ঘূর্ণন
সবুজ গাছে, বুড়ো ঘুঘুর কান্নাসমেত
কেবল এইখানে ঘুরে ঘুরে মরে যাচ্ছে
অতলের খুব কাছে এসে
বার্তা আসে..
এর’চে তন্দ্রার ভিতর যে দুপুর
মরে যেতে বসেছিল
তার সাথে রঙিন পতঙ্গের মতো
দলবেঁধে উড়ে যাওয়া
ভালো ছিল…
ঘোলা শব্দের ভিতর কলহধ্বনির মতো
শুনতে পাই
মা ডাকছে…হাবিব! হাবিব!
লেখক : কবি ও সাংবাদিক