Sunday, February 16, 2025
spot_img
Homeঅন্যান্যরিজুভা নিয়ে এলো পোর মিনিমাইজিং পন্য

রিজুভা নিয়ে এলো পোর মিনিমাইজিং পন্য

সাতকাহন২৪.কম ডেস্ক

আমাদের ত্বকের উপরিভাগে বাতাস চলাচলের জন্য ছোট কিছু ছিদ্র থাকে। ইংরেজি পরিভাষায় এর নাম ‘পোর’। এগুলো সাধারণত বাইরে থেকে দেখা যায় না। তবে যাদের তৈলাক্ত ত্বক, ত্বক থেকে অতিরিক্ত সেবাম বের হয়, যারা বেশি মেকআপ করে বা মানসিক চাপে থাকে, তাদের ক্ষেত্রে এগুলো বড় হয়ে যায়। এতে সৌন্দর্যহানী ঘটে।

এই পোর ছোট করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে একটি গুরুত্বপূর্ণ ও উপকারী উপাদান হলো, এসেন্স। এসেন্স পোরকে মিনিমাইজ করতে সাহায্য করে। এ ছাড়া অ্যাপল স্টেম সেল, নিয়াসিনামাইড, অ্যালোভেরা ইত্যাদিও পোর মিনিমাইজার হিসেবে উপকারী।

ত্বকের পোর ছোট করতে এসেন্স ও অন্যান্য উপাদানের গুরুত্বের বিষয়ে শিওরসেল মেডিকেল বিডি- এর চর্মরোগ বিশেষজ্ঞ ডা. তাওহীদা রহমান ইরিন বলেন, ‘যারা ত্বকের যত্ন বা স্কিন কেয়ার রুটিনে একটু বাড়তি কিছু যোগ করতে চান, তাদের জন্য আদর্শ উপাদান হলো, এসেন্স। ত্বকের যত্নের রুটিনে এসেন্স এখন অনেকেরই পছন্দের শীর্ষে। এতে থাকা উপাদান বা অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্টগুলো হাইলি কনসানট্রেটেড ফর্মুলায় থাকে। তবে খুব লো মলিকুলার ওয়েটে, খুব পাতলা ও ওয়াটারবেস হিসেবে পাওয়া যায়। এসব উপাদান ওয়াটারবেজ হওয়ার কারণে খুব সহজে ত্বকে মিশে যায়। এগুলো ত্বকের পানি ধরে রাখে এবং ময়েশ্চারাইজার ধরে রাখে। আমাদের আবহাওয়ায় যেহেতু হিউমিডিটি বেশি, তাই এগুলো বেশ উপকারী। সারা বছর ধরেই এসেন্স ব্যবহার করা যায়।’

এ ছাড়া অ্যালোভেরার গুণাগুণ তো প্রায় সবারই জানা। একই সঙ্গে এটি ময়েশ্চারাইজার ও ত্বকের প্রদাহ দূরীকরণে কাজ করে। নিয়াসিনামাইড তৈলাক্ত ত্বকের জন্য একটি টনিক। এ ছাড়া এটি ত্বক উজ্জ্বল করতে উপকারী। পাশাপাশি এটি সেবাম নিয়ন্ত্রণেও সাহায্য করে। ল্যাকটিক এসিড এক ধরনের এক্সফোলিয়েটর। সেই সঙ্গে ত্বক উজ্জ্বল করে। যে উপাদানটি সবচেয়ে বেশি টনিকের মতো কাজ করে, সেটি হলো, অ্যাপল স্টেম এসট্র্যাক্ট। এটি ত্বকের উজ্জ্বলতা ও কোলাজেন বাড়ায়। ত্বকের তারুণ্য বজায় রাখে- জানান ডা. তাওহীদা রহমান ইরিন।

বর্তমানে বাজারে এসেন্স সমৃদ্ধ পোর মিনিমাইজার পন্য নিয়ে এসেছে বিউটি প্রোডাক্ট প্রতিষ্ঠান রিজুভা। এ ছাড়া পন্যটিতে রয়েছে অ্যাপল স্টেম সেল, নিয়াসিনামাইড, অ্যালোভেরা। পোর মিনিমাইজ করতে এই পন্যটিও ব্যবহার করা যেতে পারে।

রিজুভার পোর মিনিমাইজার এসেন্সের ব্যবহার

ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে এসেন্স ব্যবহার করতে হবে। ত্বক তৈলাক্ত হলে, বাড়তি ময়েশ্চারাইজার ব্যবহার না করলেও হয়তো চলবে। তবে যাদের ত্বক শুষ্ক ও স্বাভাবিক, যারা মনে করেন ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে, তারা এই এসেন্সের ওপর ব্যবহার করতে পারেন। ময়েশ্চারাইজার, সিরামের উপকারিতা বাড়িয়ে দেয় এটি উপাদান।

এসেন্সের পর আপনি সরাসরি সানস্ক্রিনও ব্যবহার করতে পারেন। অথবা ময়েশ্চারাইজার ব্যবহার করে সানস্ক্রিন ব্যবহার করা যায়। নাইট কেয়ার রুটিনে এসেন্সের ওপর নাইট ক্রিম বা ময়েশ্চারাইজার বা সিরাম ব্যবহার করা যেতে পারে। তবে যে রাতে রেটিনয়েল বা স্লিপিং মাস্ক ব্যবহার করবেন, সে সময় এটি ব্যবহার না করাই ভালো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments