Tuesday, May 21, 2024
spot_img
Homeজীবনের খুঁটিনাটিরাতেও অক্সিজেন দেয় ৫ গাছ

রাতেও অক্সিজেন দেয় ৫ গাছ

সাতকাহন২৪.কম ডেস্ক
অক্সিজেনের প্রধান উৎস গাছ। বিজ্ঞান নিয়ে যাদের কিছুটা নাড়াচাড়া রয়েছে, তারা তো জানেনই গাছ দিনে অক্সিজেন দেয়। রাতে ছাড়ে কার্বন- ডাই- অক্সাইড। তবে মজার বিষয় হলো কিছু গাছ কিন্তু রাতেও অক্সিজেন দেয়।

স্ন্যাক প্ল্যান্ট

এই ইনডোর প্ল্যান্ট বা অন্দরের গাছটি রাতেও অক্সিজেন ছাড়ে। এই গাছটি খুব দ্রুত ফরমাল্ডিহাইড ও কার্বন -ডাই- অক্সাইড শোষণ করে ঘরের বাতাসকে পরিষ্কার রাখে।

স্ন্যাক প্ল্যান্ট ; ছবি : সংগৃহীত
স্ন্যাক প্ল্যান্ট ; ছবি : সংগৃহীত

 

অ্যালােভেরা

অ্যালোভেরার রয়েছে অনেক ওষুধি গুণ। ত্বক ও চুলের যত্নে এটি উপকারী। অ্যালোভেরা দিন ও রাত দুবেলাতেই অক্সিজেন দেয়।

অ্যালােভেরা ; ছবি : সংগৃহীত
অ্যালােভেরা ; ছবি : সংগৃহীত

তুলসি গাছ

সনাতন ধর্মে একে পবিত্র গাছ হিসেবে বলা হয়। এই গাছটিও দিন ও রাতে অক্সিজেন দেয়। এই গাছের পাতা ঠান্ডা, কাশি, শ্বাসকষ্টের সমস্যা কমাতে কার্যকর।

তুলসি গাছ ; ছবি : সংগৃহীত
তুলসি গাছ ; ছবি : সংগৃহীত

অর্কিড

এই সুন্দর গাছটি ঘরের পরিবেশকে মনোরম করার জন্য দারুণ। শুষ্ক সারে এটি খুব দ্রুত বড় হয়ে উঠে। রাতেও অক্সিজেন পেতে বাড়িতে এই গাছটি লাগাতে পারেন।

অর্কিড ; ছবি : সংগৃহীত
অর্কিড ; ছবি : সংগৃহীত

জারবেরা

জারবেরা গাছ অন্দরকে ফ্রেশ রাখতে দারুণ কার্যকর। এই গাছটি প্রায় ২৪ ঘণ্টাই অক্সিজেন দেয়। এটি উপযুক্ত পরিবেশ পেলে প্রায় দুই বছরের মতো বাঁচে।

জারবেরা ; ছবি : সংগৃহীত
জারবেরা ; ছবি : সংগৃহীত

সূত্র : ম্যাজিক ব্রিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments