Wednesday, December 11, 2024
spot_img
Homeঅন্যান্যরাজধানীতে ক্যানসার সার্ভাইভারস ডে পালিত

রাজধানীতে ক্যানসার সার্ভাইভারস ডে পালিত

সাতকাহন২৪.কম ডেস্ক

আজ ৪ জুন, বিশ্ব ক্যানসার সার্ভাউভারস ডে। এই উপলক্ষ্যে গতকাল ৩ জুন ক্যানসার কেয়ার কমিউনিটি, বাংলাদেশ- এর আয়োজনে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান হলে উদযাপিত হলো ক্যানসার সার্ভাইভারস ডে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমেরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, ‘ক্যানসার ব্যক্তির সমস্যা নয়, এটা সামাজিক সমস্যা। ক্যানসার কেন হচ্ছে? বায়ু দূষণ, জল দূষণসহ সামাজিক নানা কারণে। এগুলো পুঁজিবাদী ব্যবস্থারই একটা অংশ। ক্যানসার প্রতিরোধে পারিবারিক, সামাজিক সমর্থন ও রাষ্ট্রীয় উদ্যোগ দরকার। রাষ্ট্র এগিয়ে আসলে সমাজও এগিয়ে আসবে।
সামাজিক উদ্যোগ হিসেবে বিভিন্ন কমিউনিটি ও সংগঠন গড়ে তুলতে হবে। এই সংগঠনের মধ্য দিয়ে সচেতনতা বাড়বে।

অনুষ্ঠানে ক্যানসার প্রতিরোধে সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন, এমন ১০ জন ‘সারভাইভারদের’ সম্মাননা দেওয়া হয়। সম্মানিতরা হলেন- উদ্যোক্তা ও প্রশিক্ষক ড. রুবিনা হোসেন, আইনজীবী ও ক্যানসার সংগঠক দেবাহুতি চক্রবর্তী, ক্যানসার সংগঠক তাহমিনা গাফফার, চিকিৎসক সালেহ উদ্দিন মাহমুদ তুষার, ব্যবসায়ী খুজিস্তা নূর ই নাহারিন (মুন্নি), লেখক অদিতি ফাল্গুনী, চলচ্চিত্র নির্মাতা রফিকুল আনোয়ার রাসেল, শিক্ষক জেসমিন পারভীন সীমা, ক্যানসার সংগঠক নূর-এ শাফী আহনাফ ও ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান অ্যান্ড নিউট্রিশনিস্ট আনিকা তাহসিন।

তাদের একজন খুজিস্তা নাহারিন বলেন, ‘আমরা মূল গোড়ার দিকে কেন লক্ষ্য করছি না যে, কেন আমাদের ক্যানসার হচ্ছে। আমাদের খাদ্যে বিষ, বাতাসে শিশার পরিমাণ অনেক বেশি। ঢাকা শহর একটা দূষিত শহর। তাহলে আমরা বাঁচব কী করে? আজকে আমার ক্যানসার হয়েছে, কালকে আপনারও হবে। খাবারে ফরমালিন, এগুলো নিয়ন্ত্রণ করতে না পারলে আমরা আজকে যারা সারভাইভার তারা কেন, অনেক মানুষই ক্ষতিগ্রস্ত হবে।’

ক্যানসার কেয়ার কমিউনিটি, বাংলাদেশের আহ্বায়ক জাহান-ই-গুলশান শাপলার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিশিষ্ট ক্যানসার বিশেষজ্ঞ ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন, অধ্যাপক নিজামুদ্দিন আহমাদ। সভাপতিত্ব করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. আবু জামিল ফয়সাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments