সাতকাহন২৪.কম ডেস্ক
রবীন্দ্র ভিত্তিক সংগীত সংগঠন ‘রবিরশ্মি’, ৩০ জুলাই, শনিবার সন্ধ্যায় কবি সুফিয়া কামাল মিলনায়তনে, বাংলাদেশ জাতীয় জাদুঘর, শাহবাগ, ঢাকায় ‘ এসো শ্যামল সুন্দর’ শীর্ষক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষণগীত অনুষ্ঠানের আয়োজন করে।
স্বাগত বক্তব্য : মহাদেব ঘোষ, পরিচালক, রবিরশ্মি ও বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী।
সম্মাননা জ্ঞাপন করা হয়: সোহেলা হোসেন, বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী, প্রেসিডেন্ট- মীর আক্তার হোসেন, মীর সিমেন্ট, ডিরেক্টর- এন সি সি ব্যাংক লিমিটেড।
শুভেচ্ছা বক্তব্য: তপুব্রত ভট্টাচার্য, বীর মুক্তিযোদ্ধা ও ব্যাংকার ( অবসরপ্রাপ্ত)।
সভাপতির বক্তব্য : মোখলেস আলম, সভাপতি- রবিরশ্মি ও অনুষ্ঠানের সভাপতি, বিশিষ্ট সংস্কৃতিক ব্যক্তিত্ব ও লেখক।
এরপর শুরু হয় রবিরশ্মির শিল্পীদের সম্মেলক গান। ১. এসো শ্যামল সুন্দর। ২. এসো এসো ওগো শ্যাম ছায়াঘন দিন। ৩. পাগলা হাওয়ার বাদল দিনে
সম্মেলক গানের পর শুরু হয় একক গানের পালা। একক গান পরিবেশন করেন রবিরশ্মির ২৭ জন শিল্পীবৃন্দ। একক গানের শিল্পীদের নাম ও গানের তালিকা –
১. রুমা সাহা- ছায়া ঘনাইছে বনে বনে
২. এজাজ হোসেন- ঝর ঝর বরিষে বারিধারা
৩. অরুণা বিশ্বাস- আজি গধূলি লগনে
৪. সুকুমার চক্রবর্তী- এসো গো জ্বেলে দিয়ে যাও
৫. শাশ্বতী মাথিন – আজি ঝর ঝর মুখর বাদর দিনে
৬. আশরাফুল করিম চৌধুরী- আমি কী গান গাব যে
৭. মাকসুদা খানম তুলি-বজ্রমানিক দিয়ে গাঁথা
৮. ইফতেখার উদ্দিন- মন মোর মেঘের সঙ্গী
৯. ময়না রাণী দাস – আমি তখন ছিলেম মগন
১০.সাঈদ মাহমুদ সাইফুল আলম- ওই যে ঝড়ের মেঘে
১১. শিউলি ভৌমিক- মোর ভাবনারে কী হাওয়ায়
১২. দিলীপ কুমার দাস- বাদল দিনের প্রথম কদম ফুল
১৩. কংকন চৌধুরী- ওগো তুমি পঞ্চদশী
১৪.পল উৎপল সাহা- আমার নিশিথ রাতের বাদল ধারা
১৫. মিথিলা ঘোষ- উতল ধারা বাদল ঝরে
১৬. বিষ্ণুপদ (বীর মুক্তিযোদ্ধা) – আমার দিন ফুরালো
১৭. পারমিনা তোরা দাস- শ্রাবণের ধারার মতো
১৮. সঞ্জীব সরকার- পুব হাওয়াতে দেয় দোলা
১৯. সুস্মিতা হোসেন- আজ শ্রাবণের আমন্ত্রণে
২০. স্বপন কুমার চক্রবর্তী- ওই মালতি লতা দোলে
২১. মাহমুদা আপন – আজি হৃদয় আমার
২২. শামীম আরা বেগম- গহন রাতে শ্রাবণ ধারা
২৩. বনশ্রী পাল- শ্যামল ছায়া নাইবা গেলে
২৪. উষা ভট্টাচার্য- যেতে দাও গেল যারা
২৫. মৌসুমী মৈত্র- বাদল ধারা হল সারা
২৬. অর্চনা রায়- কে দিল আবার আঘাত
২৭. মহাদেব ঘোষ- আমার যে দিন ভেসে গেছে।
মিলনায়তনে রবীন্দ্র অনুরাগী দর্শকবৃন্দ ও বিদগ্ধজন কানায় কানায় পূর্ণ ছিল। উপস্থিত দর্শকবৃন্দ রবিরশ্মিরর কর্ণধার শিল্পী মহাদেব ঘোষের কাছে আরো এই ধরনের অনুষ্ঠান তিন মাস অন্তর অন্তর করার জন্য অনুরোধ জানান।
অনুষ্ঠানে যন্ত্রাণুষঙ্গে ছিলেন : কি বোর্ড- রবিন্স চৌধুরী
সেতার- মো. ফিরোজ খান, তবলায়- মো. ফারুক, এস্রাজ- অসিত বিশ্বাস, মন্দিরায়- দুলাল উদ্দিন খাঁন।
উপস্থাপনায় : শাশ্বতী মাথিন
অনুষ্ঠান পরিকল্পনায় ও পরিচালনায় : শিল্পী মহাদেব ঘোষ, পরিচালক, রবিরশ্মি।