সাতকাহন২৪.কম ডেস্ক
কদিন পরেই বাঙালি মেতে উঠবে শারদীয় উৎসবে। উৎসব সাজাতে প্রস্তুত বাংলাদেশের শীর্ষসারির ফ্যাশন হাউস রঙ বাংলাদেশ। প্রতিষ্ঠানটি ঈদ, পূজা-পার্বন ইত্যাদিতে থিমভিত্তিক সংগ্রহ নিয়ে আসে। এবারও সেই ধারা অব্যাহত রয়েছে।
এবারের পূজার পোশাকগুলো তৈরি করা হয়েছে আরামদায়ক কাপড়ে। কাপড়ের ভেতর থাকছে সুতি, স্লাব সুতি, লিনেন, হাফসিল্ক, জর্জেট, অ্যান্ডি সিল্ক, নেট ইত্যাদি। মূল রং হিসেবে বেছে নেওয়া হয়েছে সাদা। সঙ্গে থাকছে লাল, নীল, হালকা বাদামি, মেজেন্টা, মেরুন, অকার ইয়েলো, চাপা সাদা রঙের মিশ্রণ। পোশাকের নকশাকে ফুটিয়ে তোলা হয়েছে নানা ভ্যালু অ্যাডেড মিডিয়ার ব্যবহারে।
কেবল বড়দের নয়, প্রতিটি উপলক্ষে ছোটদের পোশাককেও সমান গুরুত্ব দেয় রং বাংলাদেশ। পাশাপাশি রয়েছে পরিবারের সবার জন্য ম্যাচিং পোশাকের কালেকশন।
ষষ্ঠী থেকে দশমী, কুমারী পূজা থেকে সিঁদুর খেলা, ধুনুচি নাচ থেকে প্রসাদ বিতরণ, প্রতিদিন সন্ধ্যা, আর সকালের অঞ্জলি থেকে ভাসান- প্রতিটি উপলক্ষ্যকে বর্ণময় আর আনন্দময় করতে পারেন এবার রঙ বাংলাদেশ- এর পোশাকে। অনলাইন কেনাকাটায় সকল পণ্যে ১০ ভাগ ডিসকাউন্টের সুবিধাও রয়েছে। এ ছাড়া ‘অধিক ক্রয়ে, অধিক লাভ’ অফারে পাচ্ছেন গিফট কুপন।