সাতকাহন২৪.কম ডেস্ক
ভালোবাসা প্রকাশ কি কেবল একটি দিনের জন্য? প্রেমিক হৃদয়ে প্রেম তো প্রতিদিন। তবে যেহেতু ১৪ ফেব্রুয়ারিকে ভালোবাসা দিবসের জন্য বিশেষ দিন ধরা হয়, তাই এই অনুসরণ। পশ্চিমা সংস্কৃতির এই উৎসব এখন প্রাচ্যকেও ছুঁয়ে গেছে। তাই তো দিনটি ঘিরে তৈরি হচ্ছে বিশেষ পোশাক, রং নির্বাচনেও ঘটেছে বৈচিত্র্য।
ভালোবাসার দিবসকে কেন্দ্র করে এবার যুগল পোশাক তৈরি হয়েছে বেশি। অনেক প্রেমিক-প্রেমিকারই চাহিদা থাকে একসঙ্গে একই ধরনের পোশাক পরার। তাই এই আয়োজন। জানালের বিশ্বরঙ-এর প্রতিষ্ঠাতা বিপ্লব সাহা।
এবারের পোশাকে লাল রঙের পাশাপাশি কালো, আকাশি, নীল, পোলাপি রঙের ব্যবহার করা হয়েছে জানিয়ে বিপ্লব সাহা বলেন, ‘টি-শার্ট, টপস, কুর্তি ইত্যাদি রয়েছে বিশ্বরঙের কালেকশনে।’
বিশ্বরঙের পোশাকে টানা ডোরা দাগ, বর্গ, বৃত্ত, ইংরেজি অক্ষরে লাভ ইত্যাদি রয়েছে এবারের নকশায়।