সাতকাহন২৪.কম ডেস্ক
কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের কন্যা ইয়াসমিন ফাইরুজ বাঁধন নতুন করে কণ্ঠ দিয়েছেন মায়ের গানে। সম্প্রতি তিনি ‘আই মিডিয়া’ ইউটিউব চ্যানেলের জন্য মায়ের গাওয়া সেরা সাতটি গানে কণ্ঠ দেন।
গানগুলো হলো- প্রেমে পড়েছে মন, তোমার দুনিয়া দেখিয়া শুনিয়া, ও আমার রসিয়া বন্ধুরে, আমি আছি থাকবো, মনটা যদি খোলা যেত, অশ্রু দিয়ে লেখা এ গান এবং এই মন তোমাকে দিলাম।
সংগীত নিয়ে এগিয়ে যাওয়া প্রসঙ্গে বাঁধন জানান, আমার মা কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিনের গান উপমহাদেশে অত্যন্ত জনপ্রিয়। আমি সৌভাগ্যবতী তাঁর মেয়ে হয়ে। মায়ের অসংখ্য জনপ্রিয় গান থেকে সাতটি বাছাই করে গাওয়া খুবই দুঃসাহসী বিষয়টি ছিল। আশা করছি, গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।
এর কিছুদিন আগে অজয় মিত্রের সংগীত পরিচালনায় মৌলিক গান ‘পরবাস’ প্রকাশ হয় বাঁধনের।