সাতকাহন২৪.কম ডেস্ক
ফুফুর একটি বুটিক হাউস ও একটি ছোট পার্লার ছিল। সেখানে ফুফুকে ক্রিয়েটিভ কাজ করতে দেখে খুব ভালো লাগতো আফরোজা আক্তারের। মনে হতো, বড় হয়ে সে-ও মেকআপ আর্টিস্ট হবে। হয়েছেও তাই।
বর্তমানে উজ্জ্বলা থেকে বেসিক মেকআপ ও রিবন্ডিংয়ের ওপর কোর্স করে সাভারে নিজেই একটি পার্লার দিয়েছে। মাসিক আয়ও ভালোই। এখন সে নিজেই একজন স্বাবলম্বী নারী ও উদ্যোক্তা। তার উদ্যোক্তা হওয়ার গল্পই রইল পাঠকদের জন্য।
স্বাবলম্বী হতে চেয়েছি সবসময়
সমাজে মেয়ে হয়ে জন্মানোর যেমন কিছু সুবিধা রয়েছে, তেমনি রয়েছে কিছু অসুবিধা। বেশিরভাগ ক্ষেত্রে বোধহয় অসুবিধাটাই থাকে। আর সেই মেয়ের জন্ম মধ্যবিত্ত পরিবারে হলে তো কথাই নেই। পাখির মতো যেন আর উড়া যায় না। আমার একটি মেয়ে রয়েছে। মেয়ে জন্মেছে দেখে স্বামী ও শ্বশুর বাড়ির লোকের কাছে আমি অপ্রিয়। সন্তানকে নিয়ে অনার্স শেষ করি। লেখাপড়া ও সন্তান- নিজ হাতে সামলাতে হয়েছে। কী যে কষ্ট ছিল! এর মধ্যেই নিজের পার্লার দিয়েছি। আসলে মেকআপ আর্টিস্ট হওয়ার ইচ্ছাতো ছোটবেলা থেকে ছিল। আর সবসময় চেয়েছি স্বাবলম্বী হবো।
বর্তমানে পার্লার থেকে যে টাকা আয় করছি, হয়তো এটা অনেকের জন্য কিছুই নয়। তবে এই টাকা দিয়ে আমি দুটো গরিব শিশুর পড়া খরচ চালাচ্ছি। আমার বাবা-মা কে সাহায্য করতে পারছি।

উজ্জ্বলা স্বাবলম্বী হতে শক্তি জুগিয়েছে
উজ্জ্বলার কথা আমি সর্ব প্রথম আমার বোনের কাছ থেকে শুনেছিলাম। সে-ই আমাকে রেজিস্ট্রেশন করিয়েছিল উজ্জ্বলার পেজ-এ। এখান থেকে বেসিক মেকআপ ও বিউটিফিকেশনের কোর্স করেছি। এ ছাড়া ২০২৩ সালের জুন মাসে বিউটি সেক্টরে উদ্যোক্তা তৈরি করে নারীকে স্বাবলম্বী ও আত্মনির্ভশীল করতে বাংলাদেশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত প্রতিষ্ঠান ‘জয়িতা ফাউন্ডেশন’ ও উজ্জ্বলার যৌথ উদ্যোগে সাভারে ১০ দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সেখানেও প্রশিক্ষণ নিয়েছি।
উজ্জলা কেবল আমার জীবন বদলে দেয়নি বরং আমাকে নতুন জীবন তৈরি করতে সাহায্য করেছে। উজ্জ্বলা আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে, নতুন করে নিজের প্রতি বিশ্বাস অর্জন করতে শিখিয়েছে; শিখিয়েছে কিভাবে সব বাধা-বিপত্তি ভেঙ্গে মেয়েদের সামনে এগিয়ে যেতে হয়। প্রতিষ্ঠানটির সহ প্রতিষ্ঠাতা আফরোজা পারভীন ম্যাম, আমাদের মতো অসহায় মেয়েদের জন্য অনেক অনুপ্রেরণার জায়গা। তিনি আমাকে সামনে এগিয়ে যেতে পথ দেখিয়েছেন। তাঁর কথা যত শুনি, ততই মুগ্ধ হই।

মেয়েদের নিজের পায়ে দাঁড়াতে হবে
সব থেকে মজার কথা আমার মেয়ের সাত বছর বয়স। তবে এখন থেকেই বলে, বড় হয়ে সে-ও না কি মেকআপ আর্টিস্ট হবে। আমার মতো সব অসহায় মেয়েদের বলি, ‘নিজের পায়ে দাঁড়ানোর জন্য নিজেকে চেষ্টা করতে হবে। অন্যরা তোমাকে টেনে ধরে নিচে নামাবার চেষ্টা করবে। এতে ধৈর্য হারালে চলবে না। আল্লাহ তালাকে স্মরণ করে, নিজের কাজের প্রতি সৎ থেকে এগিয়ে যেতে হবে।’
ভবিষ্যতে এতিম বাচ্চাদের জন্য কিছু করার ইচ্ছে রয়েছে। আর কখনো সুযোগ পেলে উজ্জ্বলাতে ফ্যাকাল্টি টিচার হতে চাই। একজন আরো দক্ষ বিউটি আর্টিস্ট হবো এটাই প্রত্যাশা।
বি : দ্র : বাংলাদেশের বিউটি অ্যান্ড গ্রুমিং ইন্ডাস্ট্রিতে উদ্যোক্তা তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করছে উজ্জ্বলা লিমিটেড। উজ্জ্বলায় প্রশিক্ষণ নিয়েছেন এবং সংগ্রাম করে সাফল্য অর্জন করেছেন, এমন কয়েকজন নারী ও পুরুষের সাক্ষাৎকার নিয়ে সাতকাহনের ধারাবাহিক পর্ব চলছে। এই পর্বটি ছিলো ৬৩তম। উজ্জ্বলা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন :
https://www.facebook.com/UjjwalaBD
https://www.instagram.com/UjjwalaBD/
ফোন : ০১৩২৪৭৩৪১৫৭