Wednesday, December 11, 2024
spot_img
Homeস্বাস্থ্যকাহনরোাগব্যাধিমেরুদণ্ডের টিউমার : কারণ ও লক্ষণ

মেরুদণ্ডের টিউমার : কারণ ও লক্ষণ

ডা. মো. ফরিদ রায়হান

আমাদের দেহের মেরুদণ্ডের ভেতর দিয়ে স্নায়ুরজ্জু বা স্পাইনাল কর্ড চলে গেছে। অনেক সময় স্পাইনাল কর্ডের ভেতরে ও বাইরে টিস্যু বেড়ে যায় বা ছোট পিণ্ড তৈরি হয়। এই ধরনের কোষ বা পিণ্ড বেড়ে যাওয়াকে মেরুদণ্ড বা স্পাইনাল কর্ডের টিউমার বলে।

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কেন হয়?
মেরুদণ্ডের টিউমার হওয়ার নির্দিষ্ট কোনো কারণ জানা যায় না। তবে ত্রুটিপূর্ণ জিনের কারণে এটি হতে পারে- এমন মত অনেক বিশেষজ্ঞদের। এ ছাড়া ধারণা করা হয় ক্ষতিকর পরিবেশে অনেকদিন থাকলে অথবা ক্ষতিকর রাসায়নিকের সংস্পর্শে এলে এ ধরনের সমস্যা হতে পারে। আবার দেহের অন্যান্য অঙ্গের টিউমার ও ক্যানসার মেরুদণ্ডে ছড়িয়ে পড়ে। এ ছাড়া টিউমার মেরুরজ্জুর আবরণীতে হয়, যা পরে ক্যানসারে রূপ নিতে পারে।

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

উপসর্গ
# মেরুদণ্ডের কোনো একটি নির্দিষ্ট জায়গায় তীব্র ব্যথা।
# গরম ও ঠান্ডার অনুভূতি বুঝতে না পারা।
# চলাফেরায় অসুবিধা হওয়া।
# দাঁড়িয়ে থাকলে ব্যথা বাড়া।
# সারাক্ষণ পিঠে ব্যথা হওয়া। ব্যথা পিঠের ওপরে ও নিচে ছড়িয়ে পড়া।
# পিঠের ব্যথা দিন দিন বাড়তে বাড়তে রোগীর হাত ও পা অসাড় হওয়ার অনুভূতি হতে পারে।

লেখক : নিউরো ও স্পাইনাল সার্জন
কনসালট্যান্ট, নিউরোসার্জারি বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

চেম্বার : কমফোর্ট ডক্টর’স চেম্বার-৩
১৬৫-১৬৬, গ্রিন রোড, ধানমণ্ডি, ঢাকা- ১২০৫
ফোন : ০২-২২২২৪৬৩৩৮-৪১
মোবাইল : ০১৭৩১-৯৫৬০৩৩

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments