সাতকাহন২৪.কম ডেস্ক
অমর একুশে বইমেলা ২০২৩- এ মেঘদূত প্রকাশনা থেকে প্রকাশিত বইয়ের বেস্ট সেলার লেখকদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গত ১৫ মার্চ, বিকেল সাড়ে পাঁচটায় রাজধানীর কাঁটাবন ক্যাফেতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে তিনজন বেস্ট সেলার কবি নূরুল হক, কবি মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী এবং কবি ও কথাসাহিত্যিক তাহেরা আখতার চৌধুরীকে সম্মাননা স্মারক দেওয়া হয়। কাব্যগ্রন্থ ‘প্রেমের পুষ্পাঞ্জলি’-এর জন্য কবি নুরুল হক, “তমা’র কবিতা”-এর জন্য কবি কামরুল ইসলাম চৌধুরী, ‘তোমার ছোঁয়ায়’-এর জন্য কবি তাহেরা আখতার চৌধুরী- এই সম্মাননা পান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ও প্রাবন্ধিক প্রফেসর শরীফা রাজিয়া, প্রফেসর আনসার আলী, কথাসাহিত্যিক প্রফেসর পারভীন সেলিনা আখতার, কবি আতিয়ার রহমান, কবি মাহবুবা হক, কবি নাজমূল মিন্টু, কবি দিল আফরোজ বিনতে আছির, শিশুসাহিত্যিক সুমন্ত রায়, কবি শামসুন্নাহার, কবি আয়েশা আখতার, কবি শহীদুল হক বাদল, সংস্কৃতিজন মো. মজিবর রহমান, কবি ও কথাসাহিত্যিক তাহেরা আফরোজ, কবি ও কথাসাহিত্যিক খান আফিফা লুনা, ভাষাবিদ চৌধুরী রাসেদুন্নবী প্রচ্ছদশিল্পী হোসেন মাহমুদ আরিফ সহ অনেকে।
তিনজন আমন্ত্রিত আবৃত্তি শিল্পী বেস্ট সেলার লেখকদের গ্রন্থ থেকে কবিতা আবৃত্তি করেন। সংগীত পরিবেশন করেন শিল্পী লুত্ফুন নাহার পাখি। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শাশ্বতী মাথিন।