সাতকাহন২৪.কম ডেস্ক
লিভারে চর্বি জমার সমস্যায় ভুক্তভোগী এখন অনেকেই। একে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ফ্যাটি লিভার বলা হয়। অঙ্গটিতে দীর্ঘদিন ধরে চর্বি জমে জমে রোগটি বাসা বাঁধে দেহে। অতিরিক্ত মদ্যপান এই রোগের বড় কারণ। শুরুর দিকে তেমন কিছু বোঝা না গেলেও মুখে দুর্গন্ধ এর অন্যতম উপসর্গ।
সাধারণত ঘুম থেকে উঠলে মুখে দুর্গন্ধ সবারই হয়। তবে ফ্যাটি লিভারের রোগীদের প্রায় সারাদিনই এই ঝামেলা থাকে। চর্বি জমলে লিভার রক্ত থেকে ক্ষতিকর রাসায়নিক পরিশোধন করতে পারে না। এতে দেহের বিষাক্ত পদার্থগুলো বিভিন্ন অঙ্গে থেকে যায় বা ছড়িয়ে পড়ে। সারাদিন মুখে দুর্গন্ধ হওয়ার এটাই কারণ। তাই এ সমস্যা হলে সতর্ক থাকুন।
মুখে দুর্গন্ধের পাশাপাশি এই রোগের আরও লক্ষণ হলো :
১. হলদে ত্বক
২. মনোযোগে অসুবিধা
৩. ফোলা পা
৪. পেট ফুলে যাওয়া। এসব সমস্যা দেখলে দেরি না করে দ্রুত চিকিৎসককে জানান। যেহেতু লিভার দেহে একটিই, আর অত্যন্ত গুরুত্বপূর্ণও, তাই এর যত্ন নিন।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া