ডা. সানজিদা হোসেন পাপিয়া
মুখে দুর্গন্ধ বেশ অস্বস্তিদায়ক একটি বিষয়। যতই সুন্দর পোশাক পরুন না কেন, বা ফিটফিট থাকুন না কেন, মুখে দুর্গন্ধের সমস্যা আপনার ব্যক্তিত্বের ওপর বেশ বাজে প্রভাব ফেলে।
কিছু বিষয় (খাবার, রোগ, বদঅভ্যাস) রয়েছে যেগুলো এই সমস্যা তীব্রভাবে বাড়ায়। এগুলো না কমাতে পারলে কখনোই এই সমস্যা থেকে রেহাই মিলবে না। চলুন জানি, মুখে দুর্গন্ধ বাড়ার কারণ সম্পর্কে।
১. ধূমপান ও মদ্যপানে মুখের দুর্গন্ধ তৈরি হয়।
২. দাঁত পরিষ্কার করার সময়, জিহ্ববা পরিষ্কার না করলেও মুখে দুর্গন্ধের আশঙ্কা বাড়ে।
৩. কাঁচা পেঁয়াজ খাওয়ার পর মুখ পরিষ্কার না করলে এই সমস্যা হতে পারে।
৪. গ্যাসের সমস্যা ও লিভারের সমস্যা থাকলে মুখে দুর্গন্ধ হয়।
৫. কারো বমি করার প্রবণতা বেশি থাকলে মুখে দুর্গন্ধ বাড়ে।
৬. পর্যাপ্ত পানি পান না করলেও এই সমস্যা হতে পারে। তাই মুখের দুর্গন্ধ থেকে রক্ষা পেতে এসব সমস্যা সমাধান করতে হবে সবার আগে।
লেখক : কনসালটেন্ট ডেন্টাল সার্জন
চেম্বার : অনামিকা ডেন্টাল , ২/১ মধ্য বাসাবো, টেম্পুস্ট্যান্ড, ঢাকা ১২১৪
ফোন : ০১৯৩৩১৩৩৪৮৬