Thursday, December 12, 2024
spot_img
Homeঅন্যান্যমিতা হক স্মরণে বিনামূল্যে স্বাস্থ্য সেবার আয়োজন

মিতা হক স্মরণে বিনামূল্যে স্বাস্থ্য সেবার আয়োজন

সাতকাহন২৪.কম ডেস্ক

স্বনামধন্য সংগীতশিল্পী মিতা হকের দ্বিতীয় প্রয়াণ দিবস ১১ এপ্রিল। এই দিনটিকে সামনে রেখে তাঁর গড়ে যাওয়া প্রতিষ্ঠান ‘সুরতীর্থ’ বিনামূল্যে স্বাস্থ্য সেবার আয়োজন করেছে। আগামীকাল শুক্রবার, ৭ এপ্রিল, কেরাণীগঞ্জের বড় মনোহরিয়ায় শিল্পীর নিজস্ব বাসভবনে এই সেবা দেওয়া হবে।

এতে স্থানীয় মানুষ বিনামূল্যে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ও চিকিৎসা গ্রহণ করতে পারবে। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই হেলথ ক্যাম্প চলবে দুপুর ১টা পর্যন্ত। ‘মিতা-যুবরাজ ফ্রি হেলথ ক্যাম্প’ শীর্ষক এ আয়োজনে ‘সুরতীর্থ’র সঙ্গে সার্বিক সহযোগিতায় রয়েছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

মিতা হক জন্ম নেন ১৯৬২ সালে। ১৯৭৭ সাল থেকে তিনি বাংলাদেশ টেলিভিশন ও বেতারে সঙ্গীত পরিবেশন করেছেন। তিনি ২০১৬ সালে শিল্পকলা পদক পান। ২০১৭ সালে মিতা হককে বাংলা একাডেমির রবীন্দ্র পুরস্কার দেওয়া হয়। একই বছর রবীন্দ্র সঙ্গীতে অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে ‘চ্যানেল আই আজীবন সম্মাননা’ দেওয়া হয়। ২০২০ সালে বাংলাদেশ সরকারের কাছ থেকে একুশে পদক লাভ করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments