Sunday, May 28, 2023
Homeঅন্যান্যমাহবুবা হকের কবিতা 'মায়েদের বলছি'

মাহবুবা হকের কবিতা ‘মায়েদের বলছি’

মা দিবসে মায়েদের বলছি;
একটুখানি শোনেন,
মা হবার সার্টিফিকেটটা কি
রিনিউ করেছেন?

দিনে দশবার, মাসে শতবার,
বছরের হিসেব নাই
মা হবার সার্টিফিকেটটা কিন্তু
রিনিউ করা চাই।

কবে কোন দিন মা হয়েছিলেন
কে রেখেছে মনে?
আদর সোহাগ দেবেন কত
সেই হিসেবটাই গুণে।

মরণ ঘর যে ঘুরে আসলেন
জন্ম দেবার কালে
শোনে না কেউ আর এই গল্প
বস্তাপঁচা বলে।

নগদ নগদ হিসেবে এখন
দেবেন বেশি, নেবেন কম
অকাতরে বিলিয়ে দিবেন
ভালবাসা, আর কঠিন শ্রম।

লেখক : কবি ও সাহিত্যিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments