সাতকাহন২৪.কম ডেস্ক
অতিমারি করোনার কারণে নতুন এক বিশ্ব দেখছি আমরা। এখন বেঁচে থাকতে হলে পরিচ্ছন্নতা, সতর্কতা জরুরি। কোভিড ১৯ থেকে রেহাই পেতে মাস্ক পরার বিকল্প নেই।
তবে মাস্ক পরার ক্ষেত্রে কিছু সতর্কতা মেনে চলতে হবে। না হলে ত্বকের বিভিন্ন সমস্যায় ভুগতে হয়- জানান শিওরসেল মেডিকেল বিডির প্রধান চর্মরোগ বিশেষজ্ঞ ডা. তাওহীদা রহমান ইরিন।
এখন কাপড়ের মাস্ক, সার্জিক্যাল মাস্ক, এন৯৫ মাস্ক পাওয়া যায় জানিয়ে ডা. তাওহীদা রহমান ইরিন বলেন, মাস্কের ঘর্ষণে অনেক সময় মুখে দাগ, ব্যথা বা র্যাশ হতে পারে। ঘষার কারণে সমস্যা হলে চিকিৎসকের রপরামর্শ নিতে হবে।
মাস্ক ব্যবহারের ক্ষেত্রে ডা. তাওহীদার পরামর্শ :
১. আরামদায়ক কাপড়ের মাস্ক ব্যবহার করুন। কাপড়ের মাস্ক ক্ষারমুক্ত সাবান ও পানি দিয়ে ধুতে হবে। খেয়াল রাখতে হবে কোথাও যেন সাবারের ফেনা লেগে না থাকে।
২. একটি মাস্ক চার ঘণ্টা পর খোলা যায়। ছয় ফুট দূরত্বে কেউ না থাকলে, বাসায় করোনা রোগী না থাকলে মাস্ক খুলতে পারেন।
৩. মাস্ক পরার পর মুখের কোথাও কেটে গেলে চিকিৎসকের পরামর্শ নিয়ে অ্যান্টিবায়োটিক ওয়েন্টমেন্ট ব্যবহার করা যেতে পারে।
৪. অনেকে মাস্কের লুপ আঁটসাঁট করে কানের পাশে বাঁধেন। সে ক্ষেত্রে দাগ ও ব্যথা হয়। এ সমস্যা এড়াতে লুপ ঢিলে করে বাঁধুন।
৫. করোনার সময় মাস্ক তো পড়তেই হয়। তবে ভারী মেকআপ নিয়ে মাস্ক না পরাই ভালো। এতে ত্বকের পোরগুলো লক হয়ে ব্রণ তৈরি হওয়ার আশঙ্কা থাকে। মেকআপ করতে হলে হালকাভাবে করুন।