সাতকাহন২৪.কম ডেস্ক
মাছরাঙা টেলিভিশনে বিউটি প্রশিক্ষণ কেন্দ্র উজ্জ্বলার মেকআপ প্রশিক্ষণ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ ও ২৭ নভেম্বর দুইদিনব্যাপী মাছরাঙা টেলিভিশনের মেকআপ আর্টিস্টদের মধ্যে উজ্জ্বলা এই মেকআপ প্রশিক্ষণ সেশনটি পরিচালনা করে।
সেশনে মাছরাঙা টেলিভিশনের মেকআপ আর্টিস্টদের থিওরি ও প্র্যাকটিক্যাল মেকআপ ক্লাস করানো হয়। এ ছাড়া ব্যক্তিত্বের উন্নয়ন, আত্ম উন্নয়ন, ক্যারিয়ার উন্নয়নের বিষয়েও তাঁদের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ দেন উজ্জ্বলার সহ প্রতিষ্ঠাতা আফরোজা পারভীন।
বাংলাদেশের বিউটি অ্যান্ড গ্রুমিং ইন্ডাস্ট্রিতে উদ্যোক্তা তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করছে উজ্জ্বলা লিমিটেড। প্রায় ৪ হাজার নারী ও পুরুষকে বিউটি প্রশিক্ষণ দিয়েছে প্রতিষ্ঠানটি। বর্তমানে বিউটি প্রশিক্ষণ ও উদ্যোক্তা তৈরির কাজ করে যাচ্ছে তারা।