Monday, January 20, 2025
spot_img
Homeস্বাস্থ্যকাহনরোাগব্যাধিমাংকিপক্সের লক্ষণ কী?

মাংকিপক্সের লক্ষণ কী?

সাতকাহন২৪.কম ডেস্ক
করোনার প্রাদুর্ভাব কমতে না কমতেই বিশ্বব্যাপি যেই রোগটি চিন্তার কারণ হয়ে দাড়িয়েছে তা হলো মাংকিপক্স। ইতোমধ্যে প্রায় ১১টি দেশে রোগটি ছড়িয়ে পড়ছে। তবে রোগটি নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

মাংকিপক্স নামের এক ধরনের ভাইরাসের মাধ্যমে মানবদেহে রোগটি ছড়িয়ে পড়ে। মাংকিপক্সে আক্রান্ত রোগীর ঘনিষ্ট সংস্পর্শে এলে, শ্বাসের মাধ্যমে, চোখ, নাক, মুখের ভেতর দিয়ে এটি ছড়াতে পারে। বিভিন্ন প্রাণী যেমন, কাঠবিড়ালি, ইঁদুর, বানরের মাধ্যমে ভাইরাস বিস্তার লাভ করতে পারে। এ ছাড়া আক্রান্ত ব্যক্তির বিছানা-বালিশ ব্যবহারের মাধ্যমেও রোগ ছড়াতে পারে।

মাংকিপক্সের লক্ষণ
# জ্বর
# মাথাব্যথা
# পেশি ও জয়েন্টে ‌ব্যথা
# পিঠে ব্যথা
# গায়ে গুটি উঠা
# র্যাশ
#অবসাদ

সূত্র : টাইমস অব ইন্ডিয়া ও বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments