Saturday, March 22, 2025
spot_img
Homeজীবনের খুঁটিনাটিঘরদোরমশা থেকে বাঁচতে ৪ ঘরোয়া উপায়

মশা থেকে বাঁচতে ৪ ঘরোয়া উপায়

সাতকাহন২৪.কম ডেস্ক
গ্রীষ্মের শেষ দিকে, আর বর্ষা শুরুর এই সময়টায় মশার উপদ্রব বাড়তে থাকে। ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়ার আধিপত্য দেখা যায়। কিছু ঘরোয়া উপায় রয়েছে যেগুলো মশা প্রতিরোধে উপকারী।

যারা কয়েল বা স্প্রের গন্ধ সহ্য করতে পারেন না, তাদের জন্য মশা দূর করার কিছু প্রাকৃতিক উপাদানের কথা জানিয়েছে সংবাদভিত্তিক ওয়েবসাইট জি২৪। চলুন, জেনে নিই।

রসুন
রসুনের ঝাঁঝালো উপাদানকে ভয় পায় মশা। মশা তাড়াতে কয়েক কোয়া রসুন পানিতে ফুটিয়ে সারা ঘরে ছিটিয়ে দিন। দেখবেন, মশা পালাবে।

লেবু ও ইউক্যালিপটাস
মশা রোধে লেবু ও ইউক্যালিপটাসের তেলের মিশ্রণও উপকারী। মশার হাত থেকে রেহাই পেতে এই মিশ্রণও গায়ে মাখতে পারেন।

নিম ও নারকেল তেল
মশা তাড়াতে অব্যর্থ উপাদান নিমের তেল। নিম ও নারকেল তেল গায়ে মেখে নিলে মশার কামড় থেকে রেহাই মিলবে।

তুলসি
তুলসিও বেশ উপকারী। শোয়ার ঘরের বাইরে তুলসি গাছ লাগাতে পারেন। এতে মশা ঘরে ঢুকবে না। সুস্থ থাকবেন আপনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments