সাতকাহন২৪.কম ডেস্ক
এইচএসসির পর বিয়ে হয়ে যায় চট্টগ্রামের মেয়ে নিলিমা বড়ুয়ার। শ্বশুর বাড়ির মানুষ অনেক শিক্ষিত ছিলেন, তারা সবসময় চাইতেন নিলিমা শিক্ষত হোক এবং নিজের পায়ে দাঁড়াক। এরপর বাংলায় অনার্স ও মাস্টার্স শেষ করে সে। মাস্টার্স শেষে কয়েকটি সরকারি চাকরির জন্য আবেদনও করে। তবে ব্যাটে-বলে মিলে উঠছিল না।
এই সময় নিলামার মনে হয় বিউটিফিকেশনে আসবেন। ছোটবেলা থেকেই তিনি অন্যকে ও নিজেকে সাজাতে ভালোবাসতেন। আর পরিবারের মানুষও তাঁর সাজের প্রশংসা
করতো। যেহেতু বিষয়টির প্রতি তাঁর আগ্রহ রয়েছে, তাহলে তো এটিকে পেশা হিসেবে নেওয়াই যায়। এই ভাবনা থেকে বিউটিফিকেশনের ওপর কয়েকটি কোর্স করে একটি স্টুডিও স্যালন দিয়েছেন তিনি। হয়ে উঠেছেন ক্ষুদ্র উদ্যোক্তা।
‘২০২৩ সালের শুরুতে চট্টগ্রামে জয়িতা ফাউন্ডেশন ও বিউটিফিকেশন প্রশিক্ষণ কেন্দ্র উজ্জ্বলার যৌথ উদ্যোগে একটি কোর্স হয়। বিনামূল্যের এই ১০ দিনের কোর্স আমার দক্ষতাকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। উজ্জ্বলার প্রতিষ্ঠাতা আফরোজা পারভীনের গ্রুমিং ও ম্যানেজমেন্টের ক্লাসটি বেশ ভালো ছিল। আরো প্রশিক্ষণ নিয়ে আমি প্রতি মুহূর্তেই নিজেকে দক্ষ করে তোলার চেষ্টা করছি’, বলছিলেন, নিলিমা।
‘একজন নারীর স্বাবলম্বী হওয়াটা জরুরি। হাতে টাকা থাকাটা শক্তির বিষয়। আর সেটা নিজের আয়ের হওয়াটা সম্মানের। আমার শ্বশুর বাড়ি ও বাবার বাড়ির মানুষ – এসব ক্ষেত্রে আমাকে অনেক সহযোগিতা করেছে। অনেকেই বিয়ের পর হয়তো লেখাপড়াটা চালিয়ে যেতে পারে না বা চাকরি করতে পারে না। তবে আমার শ্বশুর বাড়ির মানুষ সবসময় চাইতেন আমি এগিয়ে যাই। বরং প্রথম সন্তান হওয়ার সময় আমারই লেখাপড়া থেকে এক বছরের জন্য বিরতি নিতে হয়েছিল। তবে জেদ ছিল যেটা শুরু করেছি, শেষ করবো- জানান নিলিমা।
এতো লেখাপড়া শিখে কেন বিউটিফিকেশনকে পেশা হিসেবে নিলেন- এ নিয়ে অনেকের কাছ থেকে প্রশ্নের সম্মুখিন হতে হয়েছে নিলিমাকে। বললেন, ‘আমার মনে হয়েছে এটি একটি সৎ পেশা এবং এটি ভালোভাবে শিখতে পারলে আয়ও ভালোই করা যায়। তাহলে কেন এই পেশায় আসবো না? আর আমার মনে হয় এটি করলে সংসার-সন্তান সবকিছু ম্যানেজ করে কাজটি করতে পারবো। আমার প্যাশনের জায়গাও ছিল এটি।
নিজের পার্লারটিকে আরো বড় করবেন এবং নিজে আরো দক্ষ হবেন জানিয়ে নিলিমা বলেন, ‘যেকোনো কাজের ক্ষেত্রে ভালোবাসাটা খুব জরুরি। ভালোবেসে কাজ করলে সফলতা আসে। আমি এটা বিশ্বাস করি।’
বি : দ্র : বাংলাদেশের বিউটি অ্যান্ড গ্রুমিং ইন্ডাস্ট্রিতে উদ্যোক্তা তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করছে উজ্জ্বলা লিমিটেড। উজ্জ্বলায় প্রশিক্ষণ নিয়েছেন এবং সংগ্রাম করে সাফল্য অর্জন করেছেন, এমন কয়েকজন নারী ও পুরুষের সাক্ষাৎকার নিয়ে সাতকাহনের ধারাবাহিক পর্ব চলছে। এই পর্বটি ছিল ৮৭তম। উজ্জ্বলা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন :
https://www.facebook.com/UjjwalaBD
https://www.instagram.com/UjjwalaBD/
ফোন : ০১৩২৪৭৩৪১৫৭