Sunday, February 16, 2025
spot_img
Homeঅন্যান্যভালোবাসা দিবসে প্রিয় মানুষকে কী দিচ্ছেন ?

ভালোবাসা দিবসে প্রিয় মানুষকে কী দিচ্ছেন ?

অপরাজিতা অরু

প্রতি বছর ৭ ফেব্রুয়ারি ‘রোজ ডে’ দিয়ে শুরু হয় ভ্যালেন্টাইন্স উইক; শেষ হয় ১৪ ফেব্রুয়ারি। সারা বছর বিশ্বের সকল প্রেমিক- প্রেমিকা অপেক্ষা করে থাকেন এই বিশেষ দিনটির জন্য। এ বছর ভ্যালেন্টাইন দিবসের সঙ্গে পালিত হবে সরস্বতী পুজোও।

বিশেষ এই দিনে সঙ্গীকে উপহার হিসেবে কী দিবেন, এ নিয়ে ভাবতেই হিমশিম খান অনেকেই। হাতে সময় কম তারপরও সেরা উপহারটিই দিতে চান সবাই। শেষ মুহূর্তে এসে আপনার জন্য থাকছে বিশেষ কিছু টিপস যতে সঙ্গীর জন্য সেরা উপহারটি বেছে নিতে পারেন সহজেই।

বই
ভ্যালেন্টাইন্স ডে’তে উপহার হিসেবে বইয়ের কথা শুনে অনেকেরই হয়তো ভ্রু কুঁচকে গেলো। তবে এমন অনেক মানুষই রয়েছেন, যার কাছে নতুন নতুন বই পড়া আর সংগ্রহে রাখা খুব আনন্দের ব্যাপার, তাই উপহার হিসেবে বইয়ের চেয়ে সেরা আর কিছুই হতে পারে না। সেইসঙ্গে বিশেষ মানুষটিকে নিয়ে ঘুরে আসতে পারেন একুশে বইমেলায়। কাটাতে পারেন চমৎকার একটি সময়। বইপ্রেমী এমন সঙ্গী থাকলে হতাশ না হয়ে বরং নিজেকে ভাগ্যবান মনে করতে পারেন।

পেইন্টিং

যাকে উপহার দেবেন সেই মানুষটিরই একটা ছবি এঁকে নিতে পারেন কোনো পেশাগত শিল্পীর মাধ্যমে। তারপর সেটা একটি ফ্রেমে বাঁধিয়ে উপহার দিন। এই উপহারের গায়ে মোড়ানো মোড়ক উন্মোচনের পর প্রিয়জনের খুশিটা দেখতে পাবেন নিজের চোখেই।

পারফিউম/অলঙ্কার

ছেলেদের কাছে পারফিউম আর মেয়েদের কাছে যেকোনো ধরনের স্টাইলিশ অলঙ্কার সবসময়ই অনেক প্রিয়। আর সেটা যদি উপহার হিসেবে সবচেয়ে কাছের মানুষ দেয়, এর চেয়ে রোমান্টিক আর কী হতে পারে?

স্মার্টওয়াচ

ডিজিটাল জমানায় যে ডিভাইস ছাড়া থাকা যায় না তা হল একটি স্মার্টওয়াচ। স্মার্টফোনের মতো এতেও একাধিক ফিচার পাওয়া যায়। রয়েছে ব্লুটুথ কলিং, হেলথ ট্র্যাকিংয়ের মতো সুবিধা। বর্তমানে বহু স্মার্টওয়াচে অ্যাডভান্স ফিচারও দেওয়া হয়। গুগল ম্যাপ থেকে মিউজিক সব রয়েছে এতে। স্মার্টওয়াচও একটি দারুণ উপহার হতে পারে যে কারোর জন্যই।

প্রসাধনী

আজকাল ছেলে-মেয়ে সবাই কম বেশি রূপচর্চা করে। আর রূপচর্চার জন্য ভালো ব্রান্ডের প্রসাধনী পেলে কে না খুশি হয়? এবারের ভ্যালেন্টাইনে আপনার সঙ্গীকে খুশি করতে উপহার দিতে পারেন তার পছন্দের প্রসাধনী।

শোপিস

উপহার যদি একইসঙ্গে ঘরের সৌন্দর্যবর্ধন আর অনেক দিন সংরক্ষণ করার মতো হয় তাহলেতো কথাই নেই। পছন্দের মানুষের জন্য এমন উপহার বেছে নিন, যা আপনার অস্তিত্বকে জানান দিবে বহু সময় ধরে। আবার সৌন্দর্যও হবে এমন যেন জুড়ি মেলা ভার। শেষ মুহূর্তে এমন উপহার কিনে ফেলুন তাড়াতাড়ি।

শখের জিনিস

সঙ্গীর পছন্দ-অপছন্দ, শখ সম্পর্কে জানে না আজকালকার যুগে এমন যুগল খুঁজে পাওয়া যাবে না। একটু মনে করে দেখুন, এমন কোনো পছন্দের বা শখের জিনিসসের কথা কখনো বলেছিলো কি না, যা আপনার প্রিয় মানুষটির সংগ্রহে এখনও নেই? আর সেই বস্তুটিই উপহার হিসেবে সঙ্গীকে দিন।

ভালোবাসা দিবসে উপহার দেওয়া-নেওয়া শুধু যে প্রেমিক প্রেমিকার মধ্যেই সীমাবদ্ধ থাকবে তেমনটা নয়। স্বামী-স্ত্রী, বাবা-মা, ভাই-বোন, সন্তান এবং যে কোনও প্রিয় বন্ধুর জন্যই উপহার কিনতে পারেন এই ভ্যালেন্টাইনে। ছোট একটি উপহার ভালোবাসার মানুষদের সঙ্গে সর্ম্পক আরও বেশি মধুর করে তোলে, করে তোলে বিশেষ। তাই উপহার দিন আর যত্ন নিন সম্পর্কের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments