সাতকাহন২৪.কম ডেস্ক
করোনা পরবর্তী জটিলতা ব্ল্যাক ফাঙ্গাস। ব্ল্যাক ফাঙ্গাস ছত্রাকের কারণে হয়। মিউকোর নামে একটি ছত্রাকের সংস্পর্শে এলে এই সংক্রমণ ছড়ায়। এই ছত্রাক মাটি, বাতাসে, সুস্থ মানুষের নাক ও শ্লেষ্মায় এমনিতেই থাকতে পারে। এটি ফুসফুস, সাইনাস ও মস্তিস্ককে আক্রান্ত করে। চলুন জানি, ব্ল্যাক ফাঙ্গাস হওয়ার আশঙ্কা রয়েছে কাদের।
কারা ঝুঁকিতে?
# করোনা আক্রান্ত ব্যক্তির ফুসফুস দুর্বল থাকে। এদের ক্ষেত্রে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ হতে পারে।
# যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তারা ঝুঁকিতে রয়েছে।
# স্টেরয়েড ব্যবহারকারী ব্যক্তির ব্ল্যাক ফাঙ্গাস হওয়ার আশঙ্কা থাকে।
# ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি।
# ক্যানসারে আক্রান্ত হওয়ার পর রেডিও বা কেমোথেরাপি নিচ্ছে এমন ব্যক্তি।
# জন্মগতভাবে কারো কারো কম রোগপ্রতিরোধ ক্ষমতা হয়। তারাও এ রোগে আক্রান্ত হতে পারে।
সূত্র : টাইমস অব ইন্ডায়া