সাতকাহন২৪.কম ডেস্ক
দীর্ঘদিন ব্যথানাশক ওষুধ খাওয়া কিডনির ক্ষতি করতে পারে। এমনটাই মতামত বিশেষজ্ঞদের। টানা ব্যথানাশক ওষুধ (অ্যানালজেসিকস) খেলে অ্যানালজেসিক নিউরোপ্যাথি তৈরি হয়। এটি কিডনিকে নষ্ট করার অন্যতম কারণ। তবে মাঝে মাঝে ব্যথানাশক ওষুধ খাওয়া কিডনির তেমন ক্ষতি করে না বলেও জানান বিশেষজ্ঞরা। টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে জানানো হয়েছে এই তথ্য।
ভারতের গুরুগ্রামের আর্টিমিস হসপিটালের চিফ মেডিকেল সার্ভিস অ্যান্ড চেয়ারপারসন মনজু আগারওয়াল জানান, ডায়াবেটিস ও হৃদরোগে আক্রান্ত ব্যক্তিরা টানা ব্যথানাশক ওষুধ খেলে কিডনি নষ্ট হওয়ার ঝুঁকি কয়েকগুণ বাড়ে। চিকিৎসকের পরামর্শ ছাড়াই অনেকে দোকান থেকে নিজে নিজে ব্যথানাশক ওষুধ কিনে খায়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় রোগীরা একিউট কিডনি ইনজুরি বা হঠাৎ কিডনি অকেজো হওয়ার সমস্যা নিয়ে আসছে।
ব্যথানাশক ওষুধ দেহের পটাশিয়ামের মাত্রাকে বাড়িয়ে দেয় জানিয়ে মনজু আগার ওয়াল বলেন, ‘ অনেকে শ্বাসকষ্ট, বমি, খাবারে অরুচি, পা ফোলা ইত্যাদি সমস্যা নিয়ে আমাদের কাছে হাজির হয়। পরীক্ষা করে দেখা যায়, তাদের কিডনি অকেজো হয়ে পড়ছে।’
প্রতিকারের চেয়ে প্রতিরোধ গুরুত্বপূর্ণ। তাই ব্যথানাশক ওষুধ কম খাওয়া এবং খেলেও চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়ার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ।