সাতকাহন২৪.কম ডেস্ক
বৃষ্টি-বিলাস কার না ভালো লাগে? তবে বৃষ্টির পানি লাগলে চুল ফ্রিজি বা কুঞ্চিত হয়ে পড়ে। এ ছাড়া মাথার ত্বকেও দেখা দিতে পারে জটিলতা। চুলে বৃষ্টির পানি লাগলে করণীয় বিষয়ে জানিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট স্কিনক্র্যাফ্ট।
# চুল ভিজে যাওয়ার সঙ্গে সঙ্গে সাধারণ পানি দিয়ে ধুয়ে ফেলুন।
# মোটা দাঁতের চিরুনি দিয়ে চুল কয়েকটি ভাগে ভাগ করে আচড়ান।
# চুল সম্পূর্ণ না শুকালে বাইরে যাবেন না।
# বৃষ্টির দিনে চুল একটু বেশিই ভঙ্গুর হয়। তাই এ সময় চুলের যত্নে হালকা কোনো ব্র্যান্ডের হারবাল শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করতে পারেন।
# এ সময় চুলের যত্নে হেয়ার মাস্ক ব্যবহার করুন।
# এ ছাড়া চুলের যত্নে নারকেল তেলের মধ্যে ভিটামিন ই ক্যাপ ক্যাপসুল দিয়েও লাগাতে পারেন। এটি চুল মসৃণ ও সুন্দর হতে সাহায্য করে।