সাতকাহন২৪.কম ডেস্ক
রাজশাহীর মেয়ে সোনালী আক্তারের বিয়ে হয় ২০১৫ সালে। তবে সংসার সুখের হয়নি। কালো বলে স্বামীর পছন্দ ছিল না সোনালীকে। এক পর্যায়ে পরকীয়ায় জড়িয়ে আরেকটি বিয়ে করে স্বামীটি। এরপর ২০২০ সালে ডিভোর্স হয়ে যায় সোনালীর। তখন থেকে তীব্র জেদ তৈরি হয়, নিজে কিছু করবে, নিজের পায়ে দাঁড়াবে।
এরপর বিউটিফিকেশনের ওপর কয়েকটি কোর্স করে সে।বর্তমানে বিউটি আর্টিস্ট হিসেকে চাকরি করছে সে। হয়েছে স্বাবলম্বী, স্বনির্ভর একজন নারী।
‘ডিভোর্সের পর খুব ভেঙে পড়েছিলাম। তীব্রভাবে বিষণ্ণতায় পড়ে যাই। শুধু গায়ের রঙের কারণে যে এতোটা অবহেলার শিকার হতে হয়, সেটা যে ভুক্তভোগী, সেই বুঝতে পারে। তবে সেই কঠিন সময়টা পার করে এসেছি। নিজেকে শক্ত করে কাজে মনোযোগী হয়েছি,’ বলছিলেন সোনালী।

২০২৩ সালে রাজশাহীতে জয়িতা ফাউন্ডেশন ও উজ্জ্বলার যৌথ উদ্যোগে ১০ দিন ব্যাপী বিনামূল্যে একটি বিউটিফিকেশন কোর্স হয়। এতে অংশ নেয় সোনালী। সোনালী বলেন, ‘এই কোর্স আমাকে অনেক দক্ষ করেছে। আমি বিউটিফিকেশনের সব কাজই করতে পারি। তবে রিবন্ডিং ও ফেসিয়ালের জন্য আমার একটি ভালো সুনাম রয়েছে। ক্লাইন্টরা বেশ সন্তুষ্ট হয় আমার কাছে কাজ করিয়ে। বিষয়টি আমাকে সাহস ও শক্তি দেয়। তখন আরো দক্ষ হওয়ার প্রেরণা পাই।’
‘উজ্জ্বলার কোর্সটি করে আমি অনেক শিখেছি। সাজের অনেক খুঁটিনাঁটি খুব সূক্ষ্মভাবে শিখিয়েছে উজ্জ্বলার শিক্ষকরা। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। বর্তমানে বিউটিফিকেশন পেশার অনেক চাহিদা। কারণ, বর্তমান সময়ের মানুষ, আগের তুলনায় বেশি সৌন্দর্য সচেতন। তাই এই পেশায় কেউ ভালো কাজ শিখলে, সে একটি জায়গা করে নিতে পারে। আর এটি একটি সৎ পেশাও। এই ইন্ডারট্রিতে কাজ করার অনেক সুযোগ রয়েছে,’ বলেন সোনালী।

ভবিষ্যতে নিজের একটি স্যালন করার আশা জানিয়ে সোনালী বলেন, ‘আমি আরো বড় হওয়ার স্বপ্ন দেখি। যারা আমাকে কষ্ট দিয়েছে, তাদের দেখিয়ে দিতে চাই, আমি কতটা যোগ্য। ভবিষ্যতে নিজস্ব একটি স্যালন দেবো এবং আমার মতো আরো নারীর কর্মসংস্থান করবো এটাই এখন স্বপ্ন।’
বি : দ্র : বাংলাদেশের বিউটি অ্যান্ড গ্রুমিং ইন্ডাস্ট্রিতে উদ্যোক্তা তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করছে উজ্জ্বলা লিমিটেড। উজ্জ্বলায় প্রশিক্ষণ নিয়েছেন এবং সংগ্রাম করে সাফল্য অর্জন করেছেন, এমন কয়েকজন নারী ও পুরুষের সাক্ষাৎকার নিয়ে সাতকাহনের ধারাবাহিক পর্ব চলছে। এই পর্বটি ছিল ৯০তম। উজ্জ্বলা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন :
https://www.facebook.com/UjjwalaBD
https://www.instagram.com/UjjwalaBD/
ফোন : ০১৩২৪৭৩৪১৫৭