সাতকাহন২৪.কম ডেস্ক
‘আমার কাজ দেখে যখন একজন মানুষ আস্থা পায় এবং প্রসংশা করে, তখন মনে হয়, পেরেছি ও পারছি। আমি জীবনে নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিলাম, প্রতিষ্ঠিত হতে চেয়েছিলাম। তবে একজন নারী হিসেবে অনেক সময় চাকরি- সন্তান একসঙ্গে সামলানো কঠিন। তাই এই ব্যাবসাটি আমাকে দুটো সমানভাবে করতেই সাহায্য করেছে’- কথাগুলো বলছিলেন বিউটি আর্টিস্ট মাহবুবা আক্তার রুনি।
মাহবুবা আক্তার রুনি বউটি আর্টিস্ট প্রশিক্ষণ কেন্দ্র উজ্জ্বলা থেকে কোর্স কমপ্লিট করে দিনাজপুর শহরে একটি স্যালন খুলেছেন। প্রথম মাসেই বেশ ভালো ইনকাম হয় তার। মাহবুবা বলেন, ‘আমি একটি বেসরকারি স্কুলের শিক্ষক ছিলাম। তবে কিছু জটিলতার কারণে সেই চাকরি আর করা হয়ে উঠেনি। তখন মনে হলো, কী করা যায়, যেটি থেকে আয় হবে। এ সময় ফেসবুকে উজ্জ্বলার পেজ দেখলাম। উজ্জ্বলায় যোগাযোগ করলাম। আর ছোটবেলা থেকে যেহেতু আমার মেকআপের প্রতি একটি ঝোঁক ছিল, তাই মনে হলো এই কাজটি করতে পারবো।’
উজ্জ্বলার সবচেয়ে বড় সুবিধা ছিল, এখানে হোস্টেল রয়েছে। আমি দিনাজপুর থেকে এসে হোস্টেলে থেকে কোর্সগুলো করেছি। জায়গাটি নিরাপদ। তাই আমার পরিবার থেকেও সম্মতি দেয়- জানান মাহবুবা আক্তার।
উজ্জ্বলাতে ২০২২ সাল থেকে কোর্স করা শুরু করেন মাহবুবা। কোর্সের ফাঁকে ফাঁকেই ফ্রি ল্যান্সিং করেও আয় করতেন তিনি। বলেন, ‘উজ্জ্বলা খুব সুন্দর করে বেসিক নলেজটা দেয়। আমাকে স্বাবলম্বী ও উদ্যোক্তা করার পেছনে উজ্জ্বলার ভূমিকা এ টু জেড।’
ভবিষ্যতে মাহবুবা আক্তার চান, যেই সার্ভিসগুলো এখনো তার শহরে আসেনি, সেগুলো তার পার্লারে শুরু করতে।
বি : দ্র : বাংলাদেশের বিউটি অ্যান্ড গ্রুমিং ইন্ডাস্ট্রিতে উদ্যোক্তা তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করছে উজ্জ্বলা লিমিটেড। উজ্জ্বলায় প্রশিক্ষণ নিয়েছেন এবং সংগ্রাম করে সাফল্য অর্জন করেছেন, এমন কয়েকজন নারী ও পুরুষের সাক্ষাৎকার নিয়ে সাতকাহনের ধারাবাহিক পর্ব চলছে। এই পর্বটি ছিলো ৬০তম। উজ্জ্বলা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন :
https://www.facebook.com/UjjwalaBD
https://www.instagram.com/UjjwalaBD/
ফোন : ০১৩২৪৭৩৪১৫৭