সাতকাহন২৪.কম ডেস্ক
বিউটি আর্টিস্ট পেশাটিকে এখনও আমাদের সমাজে অনেকেই স্বাভাবিক দৃষ্টিতে দেখে না। আমার পরিবারও দেখতো না। তারা কোনোদিন চাইতো না আমি একজন বিউটি আর্টিস্ট হই। এটি যে একটি সৎ পেশা, এখান থেকেও যে স্বাবলম্বী হয়ে একজন উদ্যোক্তা হয়ে উঠা যায়, সেই বিষয়টি বোঝাতে আমাকে যথেষ্ট কাঠ-খড় পোহাতে হয়েছে, বলছিলেন ময়মনসিংহের রিমু’স মেকওভার স্টুডিও অ্যান্ড স্যালনের কর্ণধার রুখসানা রিমু।
ছোটবেলা থেকে মেকওভারের বিষয়টি ভীষণ পছন্দ ছিল রুখসানা রুমির। মানুষকে সাজাতে এবং সাজের খুঁটিনাঁটি বিষয়গুলোকে সূক্ষ্মভাবে জানতে তাঁর ছিল তীব্র আগ্রহ। সেই আগ্রহ থেকে ২০২১ সালে বিউটি ও গ্রুমি সেক্টরের পথ প্রদর্শক প্রতিষ্ঠান উজ্জ্বলা থেকে বিউটিফিকেশনের ওপর কোর্স শুরু করেন।
কোর্স শেষ করে বর্তমানে ময়মনসিংহে তার নিজস্ব বিউটি পার্লার দিয়েছেন। প্রতি মাসে আয়ে করছেন প্রায় এক থেকে দেড় লাখ টাকা। রিমু বলেন, ‘আমি যখন কোর্স শেষে করে বাবার কাছে গিয়ে সার্টিফিকেটটি দেখাই। তখন বাবা সেটাকে ছুড়ে ফেলে দিয়েছিলেন। সেই অসম্মান আমাকে তীব্র জেদি করে তোলে। আমার জেদ ছিল, এই পেশায় কাজ করে সফল হয়ে মা-বাবার সামনে দাঁড়াবো, যেন তারা করে আমাকে নিয়ে গর্ব করতে পারে।’

‘উজ্জ্বলা প্রত্যেকটি নারীর জীবনকে বদলে দিতে সক্ষম। এখানে কোর্স করে আমি নিজেকে নতুন করে আবিষ্কার করি। আসলে একজন মেয়ে স্বাধীনভাবে নিজেকে স্বাবলম্বী ও উদ্যোক্তা করতে চাইলে, এই পেশাটি সহজেই বেছে নিতে পারে,’ বলছিলেন রিমু।
নিজে যেমন একজন সফল উদ্যোক্তা হয়েছেন, তেমনি ভবিষ্যতে নিজের প্রতিষ্ঠান থেকে উদ্যোক্তা তৈরি এবং তাদের নিয়ে কাজ করে যেতে চান এই বিউটি আর্টিস্ট।
বি : দ্র : বাংলাদেশের বিউটি অ্যান্ড গ্রুমিং ইন্ডাস্ট্রিতে উদ্যোক্তা তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করছে উজ্জ্বলা লিমিটেড। উজ্জ্বলায় প্রশিক্ষণ নিয়েছেন এবং সংগ্রাম করে সাফল্য অর্জন করেছেন, এমন কয়েকজন নারী ও পুরুষের সাক্ষাৎকার নিয়ে সাতকাহনের ধারাবাহিক পর্ব চলছে। এই পর্বটি ছিল ৭৪তম। উজ্জ্বলা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন :
https://www.facebook.com/UjjwalaBD
https://www.instagram.com/UjjwalaBD/
ফোন : ০১৩২৪৭৩৪১৫৭