সাতকাহন২৪.কম ডেস্ক
‘আমি সবসময় চাইতাম স্বাবলম্বী হতে। আমরা দুই বোন। আমি চাইতাম মা-বাবাকে অর্থনৈতিকভাবে সাহায্য করতে। আমার একজন বয়ফ্রেন্ড ছিল, যার সঙ্গে পারিবারিকভাবে অ্যানগেজমেন্টও হয়। সে আমার ইচ্ছার কথা জানতো এবং আমাকে কাজ করতে সম্মতিও দেয়।
তবে কাজ করা শুরু করার পর সে বাধা দিতে শুরু করে। কোনোভাবে চাইতো না আমি স্বাবলম্বী হই। আরো কিছু বাজে ঘটনার পর এক বছরের মাথায় আমাদের বিচ্ছেদ ঘটে। আমি মানসিকভাবে ভীষণ অসুস্থ হয়ে পড়ি এবং হাসপাতালে ভর্তি হই। উজ্জ্বলা আমাকে মানসিকভাবে শক্ত করতে সাহায্য করে’- কথাগুলো বলছিলেন চট্টগ্রামের মেয়ে জান্নাতুল নাসরিন।
বর্তমানে তিনি জয়িতা ফাউন্ডেশন ও উজ্জ্বলার যৌথ উদ্যোগে করা একটি বিউটিফিকেশন কোর্স করে বাড়িতে ছোট একটি পার্লার দিয়েছেন, পাশাপাশি হোম সার্ভিস দিচ্ছেন।
‘আমি সবসময় স্বাবলম্বী হতে চেয়েছি। আমার কাছে মনে হয়েছে একজন মেয়ের জীবনে শক্তিশালীভাবে চলার জন্য স্বাবলম্বী হওয়াটা খুব জরুরি’, বলছিলেন জান্নাতুল।
জান্নাতুল ২০২৩ সালে উজ্জ্বলার বিউটিফিকেশন কোর্সটিতে অংশ নেয়। বলছিলেন, ‘বিউটিফিকেশনকে স্বাধীন পেশা হিসেবে নেওয়া যায় এবং নিজের প্রতিভা প্রমাণের পাশাপাশি আর্থিক সচ্ছলতাও আসে। বিনামূল্যের এই কোর্সটি থেকে আমি অনেক শিখতে পেরেছি। কেবল হাত-কলমে বিউটিফিকেশনের কাজ শিখেছি তা নয়, মানসিকভাবে শক্তিশালীও হয়েছি এর মাধ্যমে।’
ভবিষ্যতে আরো দক্ষ বিউটি আর্টিস্ট হতে চায় জান্নাতুল। বলেন, ‘এই পেশায় নিজেকে আরো প্রতিষ্ঠিত করতে চাই এবং অন্যান্য নারীর কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই।’
বি : দ্র : বাংলাদেশের বিউটি অ্যান্ড গ্রুমিং ইন্ডাস্ট্রিতে উদ্যোক্তা তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করছে উজ্জ্বলা লিমিটেড। উজ্জ্বলায় প্রশিক্ষণ নিয়েছেন এবং সংগ্রাম করে সাফল্য অর্জন করেছেন, এমন কয়েকজন নারী ও পুরুষের সাক্ষাৎকার নিয়ে সাতকাহনের ধারাবাহিক পর্ব চলছে। এই পর্বটি ছিল ৯১তম। উজ্জ্বলা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন :
https://www.facebook.com/UjjwalaBD
https://www.instagram.com/UjjwalaBD/
ফোন : ০১৩২৪৭৩৪১৫৭