Sunday, February 16, 2025
spot_img
Homeজীবনের খুঁটিনাটিবিউটিফিকেশনে ফ্রিল্যান্সিং করে আয় ৪০ হাজার

বিউটিফিকেশনে ফ্রিল্যান্সিং করে আয় ৪০ হাজার

সাতকাহন২৪.কম ডেস্ক

২০১৪ সালে কিছু বখাটের মাধ্যমে অপহরণ হয় রুমানা ইফ্ফাত। চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে জীবন বাঁচায় সে। তবে সমাজের মানুষ তাকে স্বস্তিতে থাকতে দেয়নি। ধর্ষণ করে ফেলে দেওয়া হয়েছে বলে তাঁর নামে বদনাম রটায়। এসব ঘটনার পরে খুব ভেঙে পড়ে সে। জীবনে আর কখনো উঠে দাঁড়াবে, সেটা ছিল অকল্পনীয়।

এই ঘটনার পাঁচ বছর পর একজন ইতিবাচক মানসিকতার মানুষের সঙ্গে দেখা হয় তাঁর। বর্তমানে তিনি রুমানার স্বামী। তিনিই তাকে উৎসাহ দেন বিউটি আর্টিস্ট হতে। ২০২৩ সালে বাংলাদেশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত প্রতিষ্ঠান ‘জয়িতা ফাউন্ডেশন’ ও বিউটি অ্যান্ড গ্রুমিং সেক্টরের পথ প্রদর্শক উজ্জ্বলার যৌথ উদ্যোগে চট্টগ্রামে ১০ দিন ব্যাপি একটি কোর্সে অংশ নেয় রুমানা।

বর্তমানে বিউটি আর্টিস্ট হয়ে ফ্রিল্যান্সিং করে মাসে আয় করছে ৩০ থেকে ৪০ হাজার টাকা। যে কখনো ভাবেনি জীবনে উঠে দাঁড়াতে পারবে, সে-ই আজ স্বাবলম্বী নারী। রুমানার ঘুরে দাঁড়াবার গল্পই রইল পাঠকদের জন্য।

বিউটিফিকেশন ভালো লাগতো

কিশোরী বয়স থেকে আমার মা গোছানো, পরিপাটি হয়ে থাকা শিখিয়েছেন। এই স্বভাব থেকেই মূলত সাজার প্রতি একটি আগ্রহ তৈরি হয়। বিউটিফিকেশন ভালো লাগতো। নিজে তো সাজতামই, প্রতিবেশিদেরও সাজিয়ে দিতাম। একটা সময় যেটি আমার পছন্দ ছিল, এখন সেটি পেশা।

রুমানা ইফ্ফাত
রুমানা ইফ্ফাত

অপহরণের ঘটনার পর ভীষণ কষ্ট হয়েছিল

অপহরণের ঘটনাটি আমার জীবনকে ভীষণভাবে এলোমেলো করে দেয়। আত্মবিশ্বাস কমে গিয়েছিল। কারো সঙ্গে মিশতে পারতাম না। কোনো কাজ আমাকে দিয়ে আর ঠিকঠাক মতো হবে, সেটি যেন ছিল স্বপ্ন। বিউটিফিকেশনে ওপর অনেক কোর্স করেছি। তবে আত্মবিশ্বাস পাচ্ছিলাম না। হয়তো অপহরণের ঘটনার একটি প্রভাব থেকে গিয়েছিল মনে।

আফরোজা পারভীন ম্যামের কথা জীবনকে পাল্টে দেয়

এরপর উজ্জ্বলার এই কোর্সটিতে অংশ নেই। উজ্জ্বলার সহ প্রতিষ্ঠাতা আফরোজা পারভীন ম্যামের দুটো কথা আমার জীবনকে আমূল পাল্টে দেয়। তিনি বলেছিলেন, ‘এখনই এখান থেকেই নিজেকে বদলে নাও’, ‘আত্মবিশ্বাস রাখো’। কথাগুলো ভীষণ শক্তি জোগায়। নতুন করে উদ্যম পাই। এখন আর কথা বলার সময় আমতা আমতা করি না। এখন আমি আগের চেয়ে সহজে মানুষের সঙ্গে মিশতে পারি এবং ক্লাইন্ট ডিল করতে পারি।

রুমানা ইফ্ফাত
রুমানা ইফ্ফাত

আমার প্রতিষ্ঠানের নাম বিউটি বার। মূলত এটি একটি অনলাইন পেইজ। চার মাস হলো শুরু করেছি। এখান থেকেই ক্লাইন্টদের অ্যাপয়েনমেন্ট নেই। ভবিষ্যতে বড় করে একটি স্যালন তৈরির ইচ্ছা রয়েছে।

বি : দ্র : বাংলাদেশের বিউটি অ্যান্ড গ্রুমিং ইন্ডাস্ট্রিতে উদ্যোক্তা তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করছে উজ্জ্বলা লিমিটেড। উজ্জ্বলায় প্রশিক্ষণ নিয়েছেন এবং সংগ্রাম করে সাফল্য অর্জন করেছেন, এমন কয়েকজন নারী ও পুরুষের সাক্ষাৎকার নিয়ে সাতকাহনের ধারাবাহিক পর্ব চলছে। এই পর্বটি ছিলো ৬৬তম। উজ্জ্বলা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন :

https://www.facebook.com/UjjwalaBD

https://www.instagram.com/UjjwalaBD/

ফোন : ০১৩২৪৭৩৪১৫৭

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments