সাতকাহন২৪.কম ডেস্ক
জীবনে ভালো কিছু করবেন, নাম হবে- ছোটবেলা থেকে সবসময় এই রকম একটি স্বপ্ন দেখতেন আফরোজা আক্তার আঁখি। তবে পরিবারের আর্থিক অনটনের জন্য লেখাপড়া শেষ করতে খুব ঝামেলা পোহাতে হয় ময়মনসিংহের এই মেয়ের। এর মধ্যে এসএসসি পাশের পর বিয়ে হয়ে যায় তার।
বিয়ের পর দুই সন্তান জন্ম দেন। এর মধ্যে একজন প্রতিবন্ধী। প্রতিবন্ধী ছেলেকে নিয়ে শুরু হয় তার আরেক সংগ্রাম। তবে থেমে থাকেননি আঁখি। এরই মধ্যে ডিগ্রি পাশ করেন। দক্ষতা উন্নয়নে বিভিন্ন কোর্সে ভর্তি হন। নিজে একটি পার্লার খুলেন। উজ্জ্বলা থেকে কোর্স করে নিজের দক্ষতা আরো বাড়ান। বর্তমানে পার্লার থেকেই তার আয় হয় ২০ থেকে ৪০ হাজার টাকা।
উদ্যোক্তা হয়ে উঠার গল্প নিয়ে আঁখি বলেন, ‘পথটা সহজ ছিল না। আসলে ছোটবেলা থেকেই জীবনে একটি লড়াইয়ের মধ্যে দিয়ে গিয়েছি। এখনও যাচ্ছি। পার্লার শুরু করার আগে অনেকে অনেক ধরনের নেতিবাচক কথা বলেছিল। তবে আমার মনে হয়েছিল এই কাজটি আমি ভালোভাবে করতে পারব। সন্তান-সংসার সামলে এই কাজটি করা আমার জন্য সুবিধারও হবে। মন স্থির করি এই পেশাতেই আসব। কারো সহযোগিতা ছাড়া ব্যাংক ঋণের মাধ্যমে পার্লারটা শুরু হয়। আলহামদুলিল্লাহ্, এখন ভালো আয় হচ্ছে।’
উজ্জ্বলা আমার দক্ষতা বাড়াতে অনেক সাহায্য করেছে জানিয়ে আঁখি বলেন, উজ্জ্বলার সহ প্রতিষ্ঠাতা আফরোজা পারভীন ম্যামের বিভিন্ন ভিডিও ফলো করতাম। তার ভিডিও থেকেই উজ্জ্বলার কথা জানতে পারি। ২০২২ সালে প্রতিষ্ঠানটিতে ফোন করি, তাদের কোর্সের বিষয়ে জানতে। তবে, যেহেতু আমি ময়মনসিংহে থাকতাম, তাই ঢাকায় গিয়ে সেই মুর্হূতে কোর্স করা সম্ভব হয়নি। এরপর ২০২৩ সালে উজ্জ্বলা থেকে ব্রাইডাল কোর্স করানো হয় ময়মনসিংহে। তখন আমরা কয়েকজন মিলে ময়মনসিংহে আরো কোর্স করাতে অনুরোধ করি। এরপর ফান্ডামেন্টাল মেকআপের ওপর কোর্স হয় এখানে। সেটি করি। কোর্সগুলো খুব ভালো লেগেছে। মফস্বলে থেকে বিশ্বমানের মেকআপ শিখতে পারি।’
আমার জীবন বদলে দেওয়ার জন্য উজ্জ্বলার ভূমিকা অনেক। আমার আত্মবিশ্বাস অনেক বেড়েছে। এখন আমি সব ধরনের কাজ একাই করতে পারি- জানান তিনি।
জীবনে বাঁধা এসেছে, তবে থেমে থাকিনি- জানিয়ে আঁখি বলেন, এগিয়ে চলেছি, চলছি। এখন আমার একটাই স্বপ্ন নিজের পার্লারটিকে উপজেলা লেভেল থেকে জেলা লেভেলে নিয়ে যাওয়া। আমি যেন অন্য নারীর প্রেরণা হয়ে উঠতে পারি, এটাই স্বপ্ন দেখি।’
বি : দ্র : বাংলাদেশের বিউটি অ্যান্ড গ্রুমিং ইন্ডাস্ট্রিতে উদ্যোক্তা তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করছে উজ্জ্বলা লিমিটেড। উজ্জ্বলায় প্রশিক্ষণ নিয়েছেন এবং সংগ্রাম করে সাফল্য অর্জন করেছেন, এমন কয়েকজন নারী ও পুরুষের সাক্ষাৎকার নিয়ে সাতকাহনের ধারাবাহিক পর্ব চলছে। এই পর্বটি ছিল ৭৬তম। উজ্জ্বলা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন :
https://www.facebook.com/UjjwalaBD
https://www.instagram.com/UjjwalaBD/
ফোন : ০১৩২৪৭৩৪১৫৭