সাতকাহন২৪.কম ডেস্ক
আর্থিক অস্বচ্ছলতা বেশ ভুগিয়েছে রাজশাহীর মেয়ে শ্রাবণী আক্তার নিশাকে। ২০১৩ সালে তিনি বিউটিফিকেশনের ওপর কোর্স করেন স্থানীয় একটি পার্লারে। সেই কাজ শিখে বাড়িতে ছোট একটি পার্লার দেন। সেখানকার সামান্য আয় দিয়ে বাবা ও নিজের পরিবার চালাতেন।
এরপর উজ্জ্বলা ও জয়িতার যৌথ উদ্যোগে বিউটিফিকেশনের ওপর ১০ দিনব্যাপী রাজশাহীতে একটি কোর্স করেন। সেই কোর্স করে বর্তমানে তিনি আরো দক্ষ হয়ে উঠেছেন। আগে যেখানে ১০ হাজার টাকা আয় হতো, সেখানে এখন অনায়াসে ২০ হাজার টাকা আয় হয়। বিউটি আর্টিস্ট হয়ে শ্রাবণী আক্তার নিশার স্বাবলম্বী হওয়ার গল্প রইলো পাঠকদের জন্য।
বিউটিফিকেশনে কাজ করে জীবন বদলেছে
আমার মা-বাবা খুব অসুস্থ। তাই তাদের পরিবারের খরচ আমাকেই চালাতে হতো। আমার ভাইয়ের পড়ার সম্পূর্ণ খরচ আমিই বহন করি। পাশাপাশি আমার নিজের সংসারের ব্যয়ভারের অনেকটাই আমার উপর। অস্বচ্ছ্বলতার কারণে ভীষণ হিমশিম লাগতো। শুধু মনে হচ্ছিল, এই পরিস্থিতি থেকে বের হওয়া দরকার। এরপর বিউটিফিকেশনের ওপর কোর্সগুলো করলাম। আমার জীবন এখন অনেকটাই বদলে গেছে।

রিবন্ডিংয়ের প্রচুর ক্লাইন্ট পাই
২০২৩ সালের জুলাই মাসে রাজশাহীতে উজ্জ্বলা ও জয়িতা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বিনামূল্যে একটি বিউটিফিকেশন কোর্স করানো হয়। এটা ছিল আমার কাছে সুবর্ণসুযোগ। আমি এখানে অংশ নিই। আগে যতটুকু কাজ পারতাম, এই কয়েকদিনের কোর্সে আরো দক্ষ হয়ে উঠি। হেয়ার রিবন্ডিং
এখন খুব ভালোভাবে পারি। কোর্স শেষ হওয়ার পর আমার কাছে ২৩টি রিবন্ডিং করিয়েছি। খুব ভালো সাড়া পাচ্ছি।
সবসময় স্বাবলম্বী হতে চেয়েছি
আমি সবসময় চেয়েছি নিজেকে স্বাবলম্বী করতে। আমার মনে হতো মেয়ে সন্তান হয়েছি তো কী হয়েছে বাবার পরিবারকে আমি সাহায্য করবো। আর আমার এই স্বপ্নকে শক্তিতে রূপ দিয়েছে উজ্জ্বলা। বর্তমানে নিজেকে গর্ব করে স্বাবলম্বী একজন নারী বলতে পারি। ভবিষ্যতে নিজের পার্লারটিকে আরো বড় পরিসরে আনতে চাই। ভবিষ্যতে একজন সফল উদ্যোক্তা হবো, এটাই স্বপ্ন দেখি।
বি : দ্র : বাংলাদেশের বিউটি অ্যান্ড গ্রুমিং ইন্ডাস্ট্রিতে উদ্যোক্তা তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করছে উজ্জ্বলা লিমিটেড। উজ্জ্বলায় প্রশিক্ষণ নিয়েছেন এবং সংগ্রাম করে সাফল্য অর্জন করেছেন, এমন কয়েকজন নারী ও পুরুষের সাক্ষাৎকার নিয়ে সাতকাহনের ধারাবাহিক পর্ব চলছে। এই পর্বটি ছিল ৮৩তম। উজ্জ্বলা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন :
https://www.facebook.com/UjjwalaBD
https://www.instagram.com/UjjwalaBD/
ফোন : ০১৩২৪৭৩৪১৫৭