সাতকাহন২৪.কম ডেস্ক
ইডেন মহিলা কলেজ থেকে ইংরেজি বিভাগে অনার্স শেষ করে চাকরি করছিলেন জেবুন্নেসা রিপা। তবে এক পর্যায়ে মনে হলো এমন কিছু করা দরকার যেটার পাশাপাশি সংসারেও সময় দেওয়া যাবে। এ ক্ষেত্রে বিউটি আর্টিস্ট হতে পারে ভালো পেশা। যেই ভাবা সেই কাজ। উজ্জ্বলায় এসে ভর্তি হলেন এবং কোর্সগুলো শেষ করলেন। বর্তমানে নিজেই একটি স্যালন খুলেছেন। আয়ও ভালোই হচ্ছে। উদ্যোক্তা হিসেবে ভালোভাবেই এগিয়ে যাচ্ছেন।
জানালেন, কাজ করার শুরুর দিকে পরিবার থেকে তেমন সহযোগিতা পাচ্ছিলাম না। চাকরি ছেড়ে ব্যবসা করবো- এই বিষয়টি নিয়ে ভাবছিলো সবাই। আবার বিউটি আর্টিস্ট বিষয়টিকেও ভালোভাবে দেখছিলো না। যা হয় আমাদের সমাজে! তবে এখন অনেকেই প্রশংসা করছে। নতুন স্যালন হিসেবে আয়ও মোটামুটি ভালো হচ্ছে।
কাজল, লিপস্টিক ও পাউডার দেওয়া ছাড়া আমি মেকআপের কিছুই জানতাম না। উজ্জ্বলা আমাকে সম্পূর্ণ বেসিকটা শিখিয়েছে জানিয়ে তিনি বলেন, ‘উজ্জ্বলায় মেকআপের কোর্সগুলো খুব ভালো হয়। ছোট শিশুদের যেভাবে অ, আ, ক, খ শেখায়, তারা ঠিক তেমন করে শিক্ষার্থীদের মেকআপটা শেখায়। বিউটিফিকেশনের এ টু জেড উজ্জ্বলা থেকে শেখা যায়। ক্লাস করার সময় মনে হতো কিশোর বয়সের শিক্ষা জীবনে ঢুকেছি।’
২০২১ সালের সেপ্টেম্বরে উজ্জ্বলার ক্লাস শুরু করেন রিপা। বর্তমানে প্রতিষ্ঠানটি থেকে একটি- দুটি অ্যাডভান্স কোর্সও করেছেন। বলেন, ‘উজ্জ্বলায় বেসিক ও অ্যাডভান্স- সব ধরনের কোর্স করায়। একই জায়গায় সব শিখতে পারছি এটা বড় পাওয়া।’
আসলে উজ্জ্বলা কেবল মেকআপ শিখিয়েছে বিষয়টি এমন নয়। প্রতিষ্ঠানটি কাজ করার শক্তিও জুগিয়েছে। এখানকার প্রশিক্ষকরা খুব ভালো। যেকোনো সমস্যায় তাদের সঙ্গে পরামর্শ করা যায়। যেকোনো পরিস্থিতিতে কীভাবে শক্ত হয়ে দাঁড়াতে হয়- এটা শিখেছি উজ্জ্বলার সহ প্রতিষ্ঠাতা আফরোজা ম্যামের কাছে। ফ্যাকাল্টি সোনিয়া আপার কাছ থেকে শিখেছি কীভাবে মনোযোগ দিয়ে কাজ করে যেতে হয়-জানান রিপা।
কাজ রিপাকে ভালো রাখে। সবসময় ব্যস্ত থাকতে চান তিনি। জানালেন, ‘ভবিষ্যতে নিজের স্যালনকে আরো বড় করার ইচ্ছা রয়েছে। উদ্যোক্তা হিসেবে আরো এগিয়ে যেতে চাই।’
বি : দ্র : বাংলাদেশের বিউটি অ্যান্ড গ্রুমিং ইন্ডাস্ট্রিতে উদ্যোক্তা তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করছে উজ্জ্বলা লিমিটেড। উজ্জ্বলায় প্রশিক্ষণ নিয়েছেন এবং সংগ্রাম করে সাফল্য অর্জন করেছেন, এমন কয়েকজন নারী ও পুরুষের সাক্ষাৎকার নিয়ে সাতকাহনের ধারাবাহিক পর্ব চলছে। এই পর্বটি ছিলো ২৪তম।