সাতকাহন২৪.কম ডেস্ক
বাংলাদেশে এই প্রথম ‘ছায়াসঙ্গী’ নামে একটি গানে সম্মিলিতভাবে কাজ করেছেন তিন স্বনামধন্য নারী। গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। গানের সুর করেছেন সেতার শিল্পী রীনাত ফওজিয়া এবং গানের কথা লিখেছেন কবি ও লেখক তাহেরা আফরোজ। আজ, ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে গানটি অবমুক্ত করা হয়। গানটির মিউজিক করেছেন এজাজ ফারাহ্।
গানটি তৈরির বিষয়ে গীতিকার ও লেখক তাহেরা আফরোজ বলেন, “গান লিখবো বা আমার গান কেউ করবে এটা কখনো ভাবিনি। আর এমন বিখ্যাত শিল্পী আমার লেখা গান করবেন সেটাও ভাবিনি। এটি লেখা হয়েছে অনেক আগে। প্রতিটি মানুষের জীবনে ছায়ার মতো জড়িয়ে রয়েছে কেউ না কেউ। সারাদিনের কর্মব্যস্ততায় একান্ত আপনজনকে কাছে পাওয়া না গেলেও সমস্ত কাজের অনুপ্রেরণা হয়ে থাকে সেই মানুষটি। এমন একটা উপলব্ধি থেকেই লেখাটি লিখেছিলাম। গান হিসেবে কখনো লিখিনি। একজন আমার কাছে লিরিক চাইলো। ২০২১ সালের কথা এটা। তখন রীনাত ফওজিয়া আপার কাছে দিলাম সুর করতে। আপা আমার সহকর্মী। ততদিনে আমার লেখা বেশ কয়েকটি গান আপা সুর করেছেন। এটাও সুর করা হলো। তবে গানটি করার জন্য আপা সাবিনা ইয়াসমিনকে ভেবে রেখেছিলেন। তিনিই মূলত শিল্পী ঠিক করেছেন। আপার খালাম্মা হন সম্পর্কে। ভাগ্য বলে একটা বিষয় থাকে আসলে। আমার ভাগ্যে ছিল বলেই একজন কিংবদন্তি কণ্ঠশিল্পীর কণ্ঠে গানটি রেকর্ড হয়েছে। আসলে কোনো কিছু ভেবে কাজটি করিনি। সময়ের স্রোতে ভেসে ভেসে কাজটা হয়ে গেছে। কাজটা শেষ হবার পর দেখলাম তিনজন নারীর সমন্বিত কাজ। তখনই রীনাত আপা বললেন, এটা আন্তর্জাতিক নারী দিবসে মুক্তি দিব।’ ”

গানের সুর প্রসঙ্গে তাহেরা আফরোজ জানান, এটি একটি রোমান্টিক গান। প্রেমের গান। ছায়ার মতো যে প্রেমিক জড়িয়ে থাকে মনে, কাজে; তার ভাবনায় ডুবে থাকার গান। সুরটা দারুণ হৃদয় ছোঁয়া। মেলোডিয়াস একটা সুর। রীনাত আপার করা সুরগুলো খুব ভালো লাগে আমার।
গানের মিউজিক ভিডিওর চিত্রনাট্য লিখেছেন গানটির গীতিকার তাহেরা আফরোজ। এর মূল চরিত্রে অভিনয় করেছেন এই সময়ের জনপ্রিয় অভিনয় শিল্পী মাহিমা সুলতানা মাখনুন এবং মডেল ও টিভি নিউজ প্রেজেন্টার ইফতেখার আলম।