Sunday, February 16, 2025
spot_img
Homeঅন্যান্যবাঁধনের মৌলিক গান 'ও সাধের পঙ্খিরে'

বাঁধনের মৌলিক গান ‘ও সাধের পঙ্খিরে’

সাতকাহন২৪.কম ডেস্ক

মুক্তি পেয়েছে বাংলাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন কন‍্যা কণ্ঠশিল্পী ইয়াসমিন ফায়রুজ বাঁধনের মৌলিক গান ‘ও সাধের পঙ্খিরে’- এর মিউজিক ভিডিও।

গানটি নিয়ে শিল্পী বাঁধন বলেন, ‘আমার কণ্ঠে শ্রোতারা আধুনিক গান বেশি শুনেছে। তবে এই গানটি ফোক বা বাউল ধাঁচের। এক যুগ পরে এ ধরনের গান করলাম। গানের কথা ও সুর বেশ ভালো।’ শ্রোতারা গানটি পছন্দ করবেন এই আশাই করেন বাঁধন।

‘ও সাধের পঙ্খিরে’ গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। গানটি লিখেছেন জহুরুল ইসলাম জনি। গানটি প্রকাশ হয়েছে, জনি মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেল থেকে।

সংগীত শিল্পী বাঁধন নিয়মিত গান করে যাচ্ছেন। তিনি বিশিষ্ট উচ্চাঙ্গ সংগীত শিল্পী অনিল কুমার সাহার কাছে উচ্চাঙ্গ সংগীত শিখেছেন। তাঁর প্রথম অ্যালবাম ‘প্রতিচ্ছবি’ প্রকাশিত হয় ২০০৬ সালে। ইমপ্রেস অডিওভিশন থেকে প্রকাশিত এই অ্যালবামটি ছিল মা (সাবিনা ইয়াসমিন) ও মেয়ের যৌথ আয়োজন। এরপর ২০০৯ সালে ‘ফাল্গুণ হাওয়া’ নামে একটি একক অ্যালবাম প্রকাশিত হয়। থার্ড অ্যালবাম ছিল ‘রাগ-অনুরাগ’। ২০১৭ সালে মায়ের সঙ্গে আরেকটি অ্যালবাম প্রকাশ হয়। ইউটিউবে নিয়মিত গান প্রকাশ হচ্ছে তাঁর। এ ছাড়া বিভিন্ন টেলিভিশন চ্যানেলে গান করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments