সাতকাহন২৪.কম ডেস্ক
কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের কন্যা ইয়াসমিন ফাইরুজ বাঁধন একসঙ্গে প্রকাশ করেছেন দুটো রবীন্দ্রসংগীত। একটি ‘মনে রবে কিনা রবে আমারে’ অপরটি ‘পুরনো সেই দিনের কথা’। তবে দুটো গানটি প্রকাশ হয়েছে হিন্দি ভাষায়।
গান দুটি একই দিনে প্রকাশ পেয়েছে ‘বাঁধন’স প্লেলিস্ট’ নামের একটি ইউটিউব চ্যানেলে থেকে। গান দুটোর সংগীতায়োজন করেছেন স্বনামধন্য মিউজিক ডিরেক্টর অজয় মিত্র। দুটো গানের লিরিক ভিডিও তৈরি করেছেন অর্পণ মিত্র।
নতুন গান প্রকাশের বিষয়ে বাঁধন বলেন, ‘শ্রোতাদের অনেক প্রশংসা পাচ্ছি। আম্মুও বেশ ভালো বলেছেন। যেহেতু আম্মু ভালো বলেছেন, এটা আমার জন্য বিশাল পাওয়া। গান দুটি করার আইডিয়া ছিল অজয় মিত্রের। তিনি আম্মারও একটা গান করেন। অজয় মিত্র যখন জানলেন আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, তখন রবীন্দ্রনাথের দুটি গান গেয়ে চ্যানেলে দিতে বললেন।’
এ ছাড়া অজয় মিত্রের কথা ও সুরে একটি মৌলিক গান করেন বাঁধন। বাঁধন বলেন, ”এরপর রবীন্দ্রনাথের আরো দুটো গানের ইংরেজি ভার্সনে করার ইচ্ছা রয়েছে।”