মোশাররফ হোসেন রিপন
একাই ভিজেছি বৃষ্টিতে
তুমি আজ নেই বলে
তুমিও হয়তো ভিজবে
তোমার বসন্তকালে।
আষাঢ় জুড়ে বর্ষা নামে
গগন মেঘলা হলে
তোমার আষাঢ় নামে
শুধু মনের বসন্ত ছুঁলে।
তোমার বসন্ত দিনে
বর্ষার যত রূপ-যৌবনে
ভিজবে একাকী নুপূর পড়া পায়ে নির্জনে।
বুঝে নেবো আমি মাতাল ঘ্রাণ
বৃষ্টি ফোঁটা ছুঁয়ে
বসন্ত ছুঁয়েছে আষাঢ় আজ
বাদল ঝরঝর প্রণয়ে।