শাশ্বতী মাথিন
বসন্ত চলছে। শীত শেষে আবহাওয়ার এই সময়টায় কখনো ঠান্ডা, কখনো গ্রীষ্মের মতো দাবদাহ। এই সময় শিশুকে সুস্থ রাখতে একটু বাড়তি যত্ন জরুরি। বসন্তে শিশুর সুস্থতায় করণীয় বিষয়ে জানিয়েছে মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আবু সাঈদ শিমুল।
১. ঘুমানোর সময় ফ্যান ছাড়লে খেয়াল রাখতে হবে যেন শিশুর ঠান্ডা না লেগে যায়। শেষ রাতের দিকে প্রয়োজনে উঠে ফ্যান কমিয়ে দিতে হবে। চাদর সরে গেলে গায়ে জড়িয়ে দেবেন।
২. দিনের বেলা যেহেতু অনেক গরম পরে তাই শিশুকে নিয়মিত গোসল করাতে হবে।
৩. ছোট শিশুদের ক্ষেত্রে তেল, পাউডার ও কাজল ব্যবহার করা যাবে না।
৪. গরমে সুতির পোশাক ব্যবহার করতে হবে।
৬. শিশুকে প্রচুর পরিমাণে তরল ও বিশুদ্ধ পানি পান করাতে হবে।
৭. শিশুকে বাইরের জুস বা বাইরের খাবার খাওয়ানো থেকে বিরত থাকুন।
৮. যারা বাচ্চাকে লালন-পালন করবে, তারা যেন সাবান দিয়ে নিয়মিত হাত ধোয় এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখে।
৯. দুই বছরের নিচের বাচ্চাদের নিয়মিত বুকের দুধ খাওয়াতে
হবে এবং সময়মতো টিকা দিতে হবে।
১০. ছয় মাসের নিচের শিশুকে জনসমাগম, সামাজিক অনুষ্ঠান বা হাসপাতালে না নেওয়াই ভালো। এতে সংক্রমণের আশঙ্কা বাড়তে পারে।