রফিক-উল-আলম
দ্বিতীয় পর্বের পর…
সন্তানপ্রত্যাশী আমাদের অনেক বন্ধুর ক্ষেত্রে আমি বলি, নিজেদের ‘ওভুলেশন ডেট’ সামনে রেখে দু/তিনটে দিন শুধু দু’জনে শুধু কোথাও হারিয়ে যাও। নিজেদের মতো করে কাটিয়ে এসো। সেই সঙ্গে মধুরতমভাবে ব্যবহার করো নিজেদের এই মহার্ঘ্য সময়টিকে। অনেকেই তার সুফল হাতেনাতেই পেয়ে গেছে। তাই আদর্শ স্বামীকে বলব, বিষয়টি মাথায় রাখুন। নিজেদের নতুন করে আবিষ্কার করার পাশাপাশি এমন একটি পরিকল্পনা আপনাদের সামনে এক নতুন দিগন্তের উন্মোচন করবে।
সেই সঙ্গে একটা কথা মনে রাখবেন, বিভিন্ন ধরনের মানসিক চাপ এবং কখনও কখনও বন্ধ্যত্ব চিকিৎসায় দেওয়া বিভিন্ন হরমোনের ওষুধ, ইনজেকশনের প্রভাবে আপনার স্ত্রীর সাময়িকভাবে মন-মেজাজের হেরফের, পরিবর্তন (Mood Swings) এবং বিভিন্ন আবেগিক পরিবর্তন বা প্রকাশ ঘটতে পারে। ‘তুমি তো আর আগের মতো নেই’– এমন না ভেবে বরং তাঁর এ অবস্থায় আরও নিবিড়ভাবে পাশে থাকুন; তাঁকে আবেগীয় সহযোগিতা করুন, যেন আপনার স্ত্রী Josh Groban-এর সেই বিখ্যাত গানের সঙ্গে নিজেও গলা মিলিয়ে বলতে পারে– ‘You raise me up, so I can stand on mountains, You raise me up, to walk on stormy seas.’
ইনফার্টিলিটি মেয়েদের ক্ষেত্রে একটা ‘Broken Dream’ হিসেবে তাদের ক্ষতবিক্ষত করে। অনেকের ক্ষেত্রেই দেখেছি, তারা ভেবে বসেন, শুধু এ জন্যই বুঝি তাঁর স্বামী আর আগের মতো ভালোবাসেন না, যত্ন নেন না। আর এমন ভেবে নিজেদের আরও হতাশায় নিমজ্জিত করেন। তাই প্রয়োজনে মাঝেমধ্যেই নিজেদের দাম্পত্য জীবনের ‘রিফ্রেস’ বাটনে চাপ দিন; Bring back the romance in your relationship– নিজের ও স্ত্রীর ক্লান্তি, ক্লেশ, হতাশাসহ সব ঋণাত্মক অবস্থা ময়লার ঝুড়িতে নিক্ষেপ করে নিজেদের মধুরতম দিকগুলো নতুন করে আবিষ্কারে মেতে উঠুন।
বন্ধ্যত্ব থেকে বের হওয়ার কোনো মহামন্ত্র নেই। একদিনেই এ থেকে পরিত্রাণ মেলে না। আমি সব সময় বলে থাকি, কার ‘ইনফার্টিলিটি জার্নি’টি ঠিক কত স্বল্প বা দীর্ঘতম হবে, তা অনেকাংশেই সেই দম্পতির ওপরই নির্ভর করে। আর স্ত্রীর পাশে স্বামী যখন এমন ‘রোল প্লেয়িং’ ভূমিকায় অবতীর্ণ হোন, তখন তা হয়ে ওঠে আরও ত্বরান্বিত।
তাই তো বলব, সমস্ত দ্বিধা কাটিয়ে মনের নরম পরশ বুলিয়ে বলে উঠুন– হে অর্ধেক আকাশ… তোমার পাশে থেকে, তোমাকে সঙ্গে নিয়েই দুজনে কাটিয়ে উঠব আমাদের সব অন্ধকার; আত্মগ্লানিতে নয়, দোষারোপে নয়, উদ্ভাসিত হয়ে দুজনের আপন মহিমায়।
লেখক : ইনফার্টিলিটি কাউন্সেলর;
ইমপালস হাসপাতাল, ঢাকা
২য় পর্বের লিংক :