সাতকাহন২৪.কম ডেস্ক
টাকা, স্বর্ণ বা কোনো দামি উপাহার নয়; বিয়েতে দেনমোহর হিসেবে বই নিয়েছেন সান্ত্বনা খাতুন। বগুড়ার উত্তর চেলোপাড়া দাখিল মাদ্রাসার ইংরেজি শিক্ষকের এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোড়ন ফেলে। স্বামী নিখিল নওশাদও খুঁজে খুঁজে স্ত্রীর পছন্দের বইগুলো কিনে দেন তাকে। সেপ্টেম্বরের মাঝামাঝি হওয়া এই ঘটনাটি নিয়ে খবর হয় পত্র-পত্রিকায়। আসলে বইপ্রেমীদের বিষয়টা অনেকটা এমনই। পঠন-পাঠন তাদের জীবনের সব অংশেই ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ে।
তবে বই যত্নে রাখার বিষয়টিতে কিন্তু বেশ ঝক্কি পোহাতে হয় বইপ্রেমীদের। একটু অবহেলাতেই অত্যন্তু গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয় বইটি নষ্ট হয়ে যেতে পারে। তবে একটু সতর্ক হলে দীর্ঘদিন ভালো থাকে এটি। বই যত্নে রাখার কিছু প্রয়োজনীয় পরামর্শ রইল পাঠকের জন্য। চলুন, জেনে নিই :
সূর্যের আলো থেকে সাবধান
সূর্যের আলো সরাসরি পড়বে না, এমন জায়গায় বই রাখতে হবে। সূর্যের অতিবেগুনি রশ্মি বইয়ের কভারকে নষ্ট করে দেয় এবং মলিন করে দেয়। একটু ছায়া পাওয়া যায় এমন জায়গাতেই এটি রাখা ভালো।
একভাবে বই রাখতে হবে
বই রাখার সময় সবকটির অবস্থান যেন এক রকম হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। বড় থেকে ছোট এভাবে ক্রমান্বয়ে সাজাতে হবে। আবার লেখক বা বিষয়ের নামানুসারে সারি করে বই রাখা যেতে পারে। এতে খুঁজে পেতে সহজ হবে।
শুষ্ক ঘরে বই রাখুন
বই রাখার জন্য শুষ্ক একটি ঘর বেছে নিন। স্যাঁতেসেঁতে ঘরে রাখলে বই দ্রুত নষ্ট হয়ে যাবে। তাই শুষ্ক, বাতাসপূর্ণ জায়গায় এটি রাখুন।
বই পরিষ্কার করুন
প্রতি এক বা দুই মাস পরপর বুকশেলফ থেকে নামিয়ে বইগুলো পরিষ্কার করুন। ধুলো-বালি ঝাড়ুন। নরম পরিষ্কার কাপড় অথবা ব্রাশ বই পরিষ্কারের জন্য ভালো।
বইয়ের গায়ে বাড়তি মলাট
সম্ভব হলে একটু টাকা খরচ করে বইয়ের ওপর বাড়তি পুরু মলাটের ব্যবস্থা করুন। এতে দীর্ঘদিন বই ভালো থাকবে। আর সব বই সম্ভব না হলে অন্তত খুব গুরুত্বপূর্ণ, দামি বইয়ের ক্ষেত্রে এটি করতে পারেন।