সাতকাহন২৪.কম ডেস্ক
বইমেলায় পাওয়া যাচ্ছে লেখক রেজিনা করিম মনির গল্প গ্রন্থ ‘ভালোবাসা এক নীলাদ্র অনুভূতির নাম’। নানারকম ভালোবাসায় মাখামাখি মোট ২০টি গল্প নিয়ে লেখা এই বই।
এই গ্রন্থের পাতায় পাতায় পাঠক মানুষের স্বপ্ন, ভালোবাসা, আন্তরিকতা, মায়া, আত্মত্যাগ, মানবিক সম্পর্ক, জীবনবোধ, প্রাপ্তি, আনন্দ-বেদনার অনুভূতি খুঁজে পাবেন। এই গল্পগুলো যেন আমাদের জীবনেরই কথা, অতি চেনা পথ। প্রতিদিনের চেনা জানা শত মানুষের জীবনের ও মনের প্রতিচ্ছবিই যেন প্রতিটি গল্পের রেখাচিত্র।
বইটি প্রকাশ করেছে বাবুই প্রকাশনী (স্টল নং-৯৭-৯৮) প্রচ্ছদ করেছেন মো. সাদিতউজজামান। লেখক রেজিনা মনি বর্তমানে যুক্তরাজ্যের নর্দান আয়ারল্যান্ডে বসবাস করছেন।