সাতকাহন২৪.কম ডেস্ক
আজ ২৫ সেপ্টেম্বর, সারা বিশ্বব্যাপী ফুসফুস দিবস পালিত হচ্ছে । ফুসফুসের রোগ সংক্রান্ত সচেতনতা বাড়াতে ফোরাম অব ইন্টারন্যাশনাল রেসপেরেটরি সোসাইটি আজকের দিনটিকে ফুসফুস দিবস হিসেবে ঘোষণা করে।
বায়ু দূষণ, ধূমপান, র্যাডন গ্যাস ইত্যাদির কারণে আমাদের দেহের এই অঙ্গটি ক্ষতিগ্রস্ত হয়। কিছু লক্ষণ দেখলে বোঝা যাবে আপনার ফুসফুস ভালো নেই। ভারতীয় ওয়েবসাইট টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে জানানো হয়েছে এই তথ্য।
দীর্ঘমেয়াদে কাশি
ঠান্ডা-কাশি অনেক সময় হতেই পারে। তবে কয়েক সপ্তাহের বেশি সময় ধরে কাশি চলতে থাকলে, এটি ফুসফুসের জন্য সুখকর কোনো বিষয় নয়। ব্রঙ্কাইটিস, অ্যাজমা, এমনকি ফুসফুসের ক্যানসারে এই ধরনের সমস্যা হতে পারে।
ছোট শ্বাস
ছোট শ্বাসকে ডিসপেনিয়াও বলা হয়। এটি ক্রনিক অবসট্রাকটিভ পালমোনারি ডিজিজ ( সিওপিডি)- এর একটি লক্ষণ। এ ছাড়া পালমোনারি ফ্রাইবোসিস, হৃদপিণ্ডের সমস্যাতেও এটি হতে পারে।

নাক ডাকা
নাক ডাকাও ফুুসফুসের সমস্যার একটি লক্ষণ হতে পারে। অ্যাজমা, সিওপিডির সময় রোগী নাক ডাকতে পারে। এই সমস্যা অত্যন্ত বেশি হলে চিকিৎসকের পরামর্শ নিন।
বুকে ব্যথা
বুকে ব্যথা বিভিন্ন কারণে হতে পারে। ফুসফুসের কারণে বুকে ব্যথা খুব তীক্ষ্ম ও খোঁচা মারছে এমন অনুভূতি নিয়ে হয়। কাশি দিলে ব্যথা বাড়ে। এমন অনুভূতি হলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভালো।
কফের সঙ্গে রক্ত যাওয়া
কফের সঙ্গে রক্ত যাওয়া মোটেও কোনো ভালো লক্ষণ নয়। এটি যক্ষ্মা, ফুসফুসের ক্যানসার ও পালমোনারি অ্যামবোলিশের লক্ষণ।