অপরাজিতা অরু
বারো মাসে তেরো পার্বণের চল বাঙালির হাজার বছরের ঐতিহ্য। বর্ষবরণ কিংবা বসন্তবরণের আয়োজন সর্বজনীন উৎসব। আর এসব উৎসবে ফুল কিন্তু একটি বিশেষ অনুষঙ্গ। ফুল দিয়ে যেমন প্রকৃতি সাজে, তেমনি সাজাতে পারেন নিজেকেও।
ফাল্গুনের প্রথম দিন বা বর্ষবরণের দিন হয়তো শাড়ি পরেছেন? কানে গুঁজে নিন একটা জারবেরা। অথবা খোঁপায় পরতে পারেন গাঁদা ফুলের মালা অথবা গাজরা।
প্রিয়ার খোঁপায় তারার ফুল দেওয়ার স্বপ্ন দেখতেন প্রেমের কবি কাজী নজরুল ইসলাম। তারার ফুল খোঁপায় গুঁজতে না পারলেও গাজরা অথবা ফুলের মালা জড়িয়ে নিলে সাজটা হবে অনন্য।
ফুলের গহনা দিয়ে সাজের প্রসঙ্গে বিন্দিয়া এক্সক্লুসিভ বিউটি কেয়ারের স্বত্বাধিকার রূপ বিশেষজ্ঞ শারমিন কচি বলেন, ‘কাঁচা ফুল বাঙালির সাজসজ্জায় ব্যবহার হয়ে আসছে বহু বছর ধরে। সাজসজ্জা ছাড়াও রূপচর্চায় ব্যবহার করা হয় নানান জাতের ফুল। যদিও বাজারে এখন আর্টিফিশিয়াল ফুলের গহনার প্রচলন বেড়েছে, তার পরও কাঁচা ফুলের চাহিদা আলাদাভাবেই রয়েছে। সাজটা যেহেতু ফাল্গুনের জন্য, তাই শাড়িই হতে পারে অনন্য পোশাক। প্রকৃতির বরণে এই উৎসবে তাই মেকআপটা যেন ন্যাচারাল থাকে, সেদিকে খেয়াল রাখবেন। হালকা মেকআপের সঙ্গে এলোচুলে কানে গুঁজতে পারেন গোলাপ অথবা জারবেরা। খোঁপা হলে সে ক্ষেত্রে কাঠবেলির মালা পরতে পারেন। কয়েকটি গোলাপও গুঁজে নেওয়া যেতে পারে খোঁপায়।’
চুড়ির বদলে হাতে দুটো গাঁদা ফুলের মালা পরে নেওয়া যায়। এতে ন্যাচারাল লুকটা বেড়ে যাবে। চোখের মেকআপটা রাখতে পারেন খুবই হালকা। শাড়ি ও ফুলের সঙ্গে মিলিয়ে আইশ্যাডোর দুটো প্যালেট মিলিয়ে করতে পারেন চোখের সাজ। সঙ্গে কাজল টেনে নিন। কপালে একটা টিপ পরতে ভুলবেন না। কারণ, টিপ ছাড়া সাজটা থেকে যায় অসম্পূর্ণ।
‘শাড়ি ছাড়াও ওয়েস্টার্ন পোশাক, লেহেঙ্গা, কুর্তি বা কামিজের সঙ্গে পরতে পারেন কাঁচা ফুল। ফুলের মুকুট বা টায়রা চল বেড়েছে কয়েক বছর ধরে। কুর্তির সঙ্গে কানে গুঁজতে পারেন যে কোনো ফুল অথবা মাথায় পরে নিন একটা টায়রা। কামিজের সঙ্গে রজনীগন্ধা বা হলুদ গাঁদার মালা পরতে পারেন হাতে, স্নিগ্ধ দেখাবে।’ এমনটাই বলছিলেন রূপবিশেষজ্ঞ শারমিন কচি।
বাজারে ফুলের দোকানগুলো ঘুরে দেখা যায়, সাধারণত ৮০ থেকে ১৫০ টাকার মধ্যে টায়রা বা মুকুট পাওয়া যাচ্ছে। গাজরার দাম পড়বে ৮০ থেকে শুরু করে ১২০ টাকার মধ্যে। গোলাপ কিনতে পারবেন ২০ থেকে শুরু করে ৫০ টাকার মধ্যে। গাঁদা ফুলের মালা ৪০ থেকে শুরু করে ১০০ টাকা পর্যন্ত দামের রয়েছে।
বিদেশি ফুল হলেও জারবেরা এখন দেশেই চাষ হচ্ছে। প্রতিটি জারবেরার দাম পড়বে ৩০ থেকে ৪০ টাকা। তবে পহেলা ফাল্গুন ও ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে ফুলের দাম আরও বেশি হতে পারে। তাই এক দিন আগেই কিনে রাখতে পারেন সাজের জন্য প্রয়োজনীয় ফুল। উৎসবে সাজুন আপন বৈচিত্র্যে।