Monday, January 20, 2025
spot_img
Homeজীবনের খুঁটিনাটিপ্রেমিকের মান ভাঙাতে বলতে পারেন ৯ কথা

প্রেমিকের মান ভাঙাতে বলতে পারেন ৯ কথা

সাতকাহন২৪.কম ডেস্ক

প্রেমে হোক বা দাম্পত্য জীবনে- সম্পর্কে কিন্তু মান- অভিমান, ঝগড়া-ঝাটি হয়েই থাকে। তবে এই মান-অভিমান নিয়ে বসে থাকলে তো আর চলে না। কারো না কারো তো এই বরফ গলাতেই হয়। তবে মান ভাঙাতে গিয়ে আবার নিজের আত্মসম্মান বোধটাই বিসর্জন দেবেন তা তো নয়। তাই নিজের আত্মসম্মান বজায় রেখেও কিছু কৌশল অবলম্বন করলে কিন্তু পরিবেশটা কিছুটা শান্ত হয়।

১. তুমি যা বলছো, আমি সেটা মেনে নিচ্ছি। তবে আমারও কিছু বিষয় বলার রয়েছে।

২. প্রথমত, আমি তোমায় ভালোবাসি। আর আমি ঝগড়া করতে চাই না।

৩. এভাবে করলে ঝগড়াটা চলতেই থাকবে। আমি এটা থামাতে চাই।

৪. আমি গতকাল মেজাজ হারিয়েছিলাম বা বেশ রেগে গিয়েছিলাম। তবে আমি এখন কথা বলতে চাই, যদি তুমি চাও।

৫. তুমি কি বুঝতে পারছো, আমরা কেবল বোকাদের মতোই ঝগড়া করছি? এখন আমাদের থামা উচিত।

৬. আমি আমার প্রেমিকের সঙ্গে গতকাল খুব ঝগড়া করেছিলাম। কিন্তু তুমি কি এখন বলতে পারো কী করে তাকে ‘দুঃখিত’ বলবো?

৭. আমি এই ঝগড়াটা আর নিতে পারছি না। চলো মাথা ঠান্ডা করে বসি। আর ঠান্ডা মাথায় সমস্যাগুলো নিয়ে কথা বলি।

৮. আমি ব্যক্তিগত জীবন নিয়ে খুব ঝামেলায় আছি। আর এই মুহূর্তে তোমার কাছ থেকে এই আচরণ চাইছি না।

৯. আমার বন্ধু বলেছে সম্পর্কে ঝগড়া-ঝাটি স্বাভাবিক বিষয়। তবে আমি এই কথাটা তখনই বিশ্বাস করবো যখন সেটা তুমি বলবে।

সূত্র : ইডিভা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments